মাথা কাঁচা পাকা চুল, শরীরে বয়সের ছাপ, ভোল বদলালেন ঋষি কৌশিক?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 23, 2025 | 9:18 PM

এক সপ্তাহ হল মুক্তি পেয়েছে ছবি। কিন্তু এ বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে। কথা হচ্ছে অভিনেতা ঋষি কৌশিকের। টলিউডের গণ্ডি ছেড়ে আপাতত তিনি বলিপাড়ায় পসার জমাতে ব্যস্ত। ইতিমধ্যেই অভিনেতাকে হিন্দি সিরিয়ালে দেখেছেন দর্শক।

মাথা কাঁচা পাকা চুল, শরীরে বয়সের ছাপ, ভোল বদলালেন ঋষি কৌশিক?

Follow Us

এক সপ্তাহ হল মুক্তি পেয়েছে ছবি। কিন্তু এ বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে। কথা হচ্ছে অভিনেতা ঋষি কৌশিকের। টলিউডের গণ্ডি ছেড়ে আপাতত তিনি বলিপাড়ায় পসার জমাতে ব্যস্ত। ইতিমধ্যেই অভিনেতাকে হিন্দি সিরিয়ালে দেখেছেন দর্শক। এবার তাঁকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের‍ চরিত্রে দেখে মুগ্ধ সবাই। ছবি মুক্তির এক সপ্তাহ পরে নিজের লুক সমাজমাধ্য়মের পাতায় ভাগ করে নিলেন অভিনেতা। ছবি পোস্ট করে নায়ক লেখেন, “খোদ পরিচালকের সঙ্গে। এমার্জেন্সির পরিচালকের সঙ্গে। ”

বৃহস্পতিবার সমাজমাধ্যমে বঙ্গবন্ধুর লুকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋষি। অভিনেতা জানালেন, প্রস্থেটিক রূপটানের জন্য প্রায় তিন ঘণ্টা সময় লাগত। দিল্লি ছাড়াও অসমে ছবির শুটিং করেছিলেন ঋষি। অভিনেতা এখনও ছবিটি দেখেননি। তবে পরিচিতদের থেকে প্রতিক্রিয়া পাচ্ছেন। ছবিতে কঙ্গনা ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তাঁর সঙ্গে ঋষির কোনো দৃশ্য ছিল না। তবে পরিচালক কঙ্গনাকে ফ্লোরকে সব সময়েই পেয়েছিলেন তিনি।

 

Next Article