Priyanka Chopra: মেয়ের জন্মের পর  নিজের শহরে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন জানেন?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

May 06, 2022 | 5:41 PM

Priyanka Chopra: জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস হওয়ার পর প্রিয়াঙ্কা তাঁকে নিয়েই ছিলেন ব্যস্ত।

Priyanka Chopra: মেয়ের জন্মের পর  নিজের শহরে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন জানেন?
দেশে ফিরছেন প্রিয়াঙ্কা

Follow Us

অনেক দিন দেশের বাইরে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) । বলিউড সিনেমাতেও তাঁকে অনেকদিন পাচ্ছেন না তাঁর অনুরাগীরা। অনেক সময় তাঁর বলিউড ছবি নিয়ে কথা হলেও, তাঁকে পাওয়া যাচ্ছে না। ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে তাঁকে শেষ পাওয়া গিয়েছিল। জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস হওয়ার পর তিনি তাঁকে নিয়েই ছিলেন ব্যস্ত। তিনি  জানিয়েছিলেন আপাতত নিক এবং মেয়েকে নিয়ে সময় কাটাতে চান। তবে হলিউডের কাজ শুরু করেছেন। এখন শোনা যাচ্ছে তিনি ফিরছেন নিজের শহরে। ঘুরতে না শুটিং করতে? সূত্রের খবর তিনি ফিরছেন আবার বলিউডে হিন্দি সিনেমা করতে। ফারহান আখতার ‘জি লে যারা’ ছবি দিয়ে কামব্যাক করছেন পরিচালনায়। এই ছবি দিয়ে প্রিয়াঙ্কাও কামব্যাক করছেন বলিউডে।

‘জি লে যারা’ ছবিটি তিনটি মেয়ের গল্প নিয়ে তৈরি। তিনজনের ভূমিকায় অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম থেকেই এই কাস্টিং ঠিক ছিল। কিন্তু মেয়ে হওয়ার পর প্রিয়াঙ্কা এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, হঠাৎ এই খবরও বেরিয়েছিল। তবে সব জল্পনা শেষ করে জানা গিয়েছে প্রিয়াঙ্কা আসছেন। তিনিই ছবির তৃতীয় নায়িকা। সেপ্টেম্বরে শুরু হবে ছবির শুটিং। আরও জানা গিয়েছে নিক ঘরণী মেয়েকে সঙ্গে নিয়েই শুটিং করবেন। ছবির গল্প তিন বন্ধুর। তারা রিইউনিয়ন করতে একটি রোড ট্রিপে বেরোবে। অনেকটা ফারহান পরিচালিত আর অভিনীত ছবি ‘জিন্দেগী না মিলেগি দোবারা’-র মতো। সেখানে ফারহান ছাড়াও ছিলেন হৃত্বিক রোশন, অভয় দেওল। অভয়ের বিয়ের আগে তিন বন্ধু একসঙ্গে রোড ট্রিপে যান। সেই ছবিতে ক্যাটরিনার সঙ্গে রাস্তায় আলাপ হয় হৃত্বিকের। তৈরি হয় সম্পর্ক। এবার ক্যাটরিনা নিজেই রোড ট্রিপের অংশ। তাঁর সঙ্গে কারও দেখা হবে কি? সেকি হৃত্বিক হতে পারেন? সে তো আস্তে আস্তে জানা যাবে।

রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা আর ঘরণী আলিয়া একসঙ্গে প্রখমবার স্ক্রিন ভাগ করছেন। ক্যাট-আলিয়া পুরনো বন্ধু। রণবীরকে নিয়ে দুজনের মধ্যের সম্পর্ক কেমন রয়েছে, সেটা দেখা যাবে শুটিং শুরু হলে। এখন দুজনেই বিয়ে করে সংসারী। পুরোনো বন্ধুত্বের রসায়ন কী রং নিয়ে আসে সেটা দেখার। এই ছবির কলাকুশলীদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তিনজন বিয়ের পর কাজ শুরু করছেন। ফারহান শিবানীকে, ক্যাটরিনা ভিকি কৌশলকে, আর আলিয়া রণবীরকে বিয়ে করার পর এই ছবিতে অভিনয় করছেন। আর প্রিয়াঙ্কা মা হয়ে ছবিতে অভিনয় করছেন। তাঁর মেয়েকে নিয়ে ছবির শুটিংয়ে সকলে কী রকম আনন্দ করেন সেটা শুটিং শুরু হলে দেখা যাবে।

 

 

 

 

 

 

Next Article