Bollywood Gossip: লন্ডভন্ড হয়েছিল জীবন; সুস্মিতা সেনের সঙ্গে প্রেম ভাঙার পর ৬ তলা থেকে ঝাঁপ দিতে চেয়েছিলেন ‘প্রেমিক’ বিক্রম ভাট

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 06, 2022 | 6:38 PM

Susmita Sen-Vikram Bhatt: হতাশায় ভুগছিলেন বিক্রম ভাট। নিতে চলেছিলেন ভয়ানক পদক্ষেপও।

1 / 7
'রাজ়', 'গুলাম'- এর মতো ছবি তৈরি করেছেন পরিচালক বিক্রম ভাট। সম্পর্কে তিনি আলিয়া ভাটের কাকা ও মহেশ ভাটের ভাই। জীবনে বহুবার একাকিত্বর মুখোমুখি এসে দাঁড়িয়েছিলেন এই পরিচালক। হতাশায় ভুক্তভোগী ছিলেন। নিতে চলেছিলেন ভয়ানক পদক্ষেপও। নেপথ্যে নাকি ছিলেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

'রাজ়', 'গুলাম'- এর মতো ছবি তৈরি করেছেন পরিচালক বিক্রম ভাট। সম্পর্কে তিনি আলিয়া ভাটের কাকা ও মহেশ ভাটের ভাই। জীবনে বহুবার একাকিত্বর মুখোমুখি এসে দাঁড়িয়েছিলেন এই পরিচালক। হতাশায় ভুক্তভোগী ছিলেন। নিতে চলেছিলেন ভয়ানক পদক্ষেপও। নেপথ্যে নাকি ছিলেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

2 / 7
সুস্মিতা সেনের সঙ্গে যখন বিক্রম ভাটের প্রেম হয় সেসময় তিনি বিবাহিত। একটি কন্যা সন্তানও ছিল তাঁর। ছোটবেলার প্রেয়সী অদিতিকে বিয়ে করে সুখে সংসার করছিলেন বিক্রম। সেই সঙ্গে একের পর-এক সিনেমা তৈরি করছিলেন। সুস্মিতাকে দেখে তাঁর দুনিয়া পাল্টে যায়।

সুস্মিতা সেনের সঙ্গে যখন বিক্রম ভাটের প্রেম হয় সেসময় তিনি বিবাহিত। একটি কন্যা সন্তানও ছিল তাঁর। ছোটবেলার প্রেয়সী অদিতিকে বিয়ে করে সুখে সংসার করছিলেন বিক্রম। সেই সঙ্গে একের পর-এক সিনেমা তৈরি করছিলেন। সুস্মিতাকে দেখে তাঁর দুনিয়া পাল্টে যায়।

3 / 7
স্বপ্ন সাগরে ভাসতে শুরু করেছিলেন বিক্রম। ভুলে গিয়েছিলেন বাড়িতে বউ আছে, মেয়ে আছে। একটা সময় পর তাঁদের ছেড়ে দিলেন। কিন্তু সেই ছেড়ে দেওয়া সুখের হল না। পরবর্তী জীবনে এর মাশুল গুনতে হয়েছে বিক্রমকে।

স্বপ্ন সাগরে ভাসতে শুরু করেছিলেন বিক্রম। ভুলে গিয়েছিলেন বাড়িতে বউ আছে, মেয়ে আছে। একটা সময় পর তাঁদের ছেড়ে দিলেন। কিন্তু সেই ছেড়ে দেওয়া সুখের হল না। পরবর্তী জীবনে এর মাশুল গুনতে হয়েছে বিক্রমকে।

4 / 7
সুস্মিতার সঙ্গে প্রেম ভাঙল এবং সেই সঙ্গে পুরোপুরি ভেঙে গেলেন বিক্রমও। তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন নিজেরই বাড়ির ৬ তলা থেকে। কিন্তু অঘটনটি ঘটাননি আর। প্রাক্তন স্ত্রীকে ধোকা দেওয়ার জন্য আজ পর্যন্ত নিজে দোষ দেন বিক্রম।

সুস্মিতার সঙ্গে প্রেম ভাঙল এবং সেই সঙ্গে পুরোপুরি ভেঙে গেলেন বিক্রমও। তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন নিজেরই বাড়ির ৬ তলা থেকে। কিন্তু অঘটনটি ঘটাননি আর। প্রাক্তন স্ত্রীকে ধোকা দেওয়ার জন্য আজ পর্যন্ত নিজে দোষ দেন বিক্রম।

5 / 7
তবে এর জন্য সুস্মিতাকে বলিকাঠে দাঁড় করাননি পরিচালক। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "সুস্মিতার জন্য কিছু হয়নি। আমি আমার জীবনের সঙ্গে যা-যা করেছি, সেই জন্য হয়েছে। 'গুলাম' মুক্তির আগে আমার ডিভোর্স হয়। সে সময় আমি কেবলই সুস্মিতার বয়ফ্রেন্ড বলে পরিচিত। আমি হতাশায় চলে গিয়েছিলাম। আমার কন্যাকে পাগলের মতো মিস করতাম।"

তবে এর জন্য সুস্মিতাকে বলিকাঠে দাঁড় করাননি পরিচালক। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "সুস্মিতার জন্য কিছু হয়নি। আমি আমার জীবনের সঙ্গে যা-যা করেছি, সেই জন্য হয়েছে। 'গুলাম' মুক্তির আগে আমার ডিভোর্স হয়। সে সময় আমি কেবলই সুস্মিতার বয়ফ্রেন্ড বলে পরিচিত। আমি হতাশায় চলে গিয়েছিলাম। আমার কন্যাকে পাগলের মতো মিস করতাম।"

6 / 7
তবে যে কোনও একটি সম্পর্ক বিক্রমকে ভাঙেনি। তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল আমিশা পাটেলেরও। সেই সম্পর্কও টেকেনি। একটা সময় পর বিক্রম ঠিক করেছিলেন তিনি আর বিয়েই করবেন না। (ছবিতে বিক্রম ও তাঁর মেয়ে কৃষ্ণা ভাট)

তবে যে কোনও একটি সম্পর্ক বিক্রমকে ভাঙেনি। তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল আমিশা পাটেলেরও। সেই সম্পর্কও টেকেনি। একটা সময় পর বিক্রম ঠিক করেছিলেন তিনি আর বিয়েই করবেন না। (ছবিতে বিক্রম ও তাঁর মেয়ে কৃষ্ণা ভাট)

7 / 7
কিন্তু না। তিনি ফের বিয়ে করেছেন। বিক্রমের বর্তমান স্ত্রীর নাম শ্বেতাম্বরী সোনি। তাঁরা ভাল আছেন। মেয়ে কৃষ্ণা ভাটের সঙ্গেও বিক্রমের দারুণ ভাল সম্পর্ক। মেয়ে তাঁর বাবাকে সিনেমার কাজে সাহায্য করে।

কিন্তু না। তিনি ফের বিয়ে করেছেন। বিক্রমের বর্তমান স্ত্রীর নাম শ্বেতাম্বরী সোনি। তাঁরা ভাল আছেন। মেয়ে কৃষ্ণা ভাটের সঙ্গেও বিক্রমের দারুণ ভাল সম্পর্ক। মেয়ে তাঁর বাবাকে সিনেমার কাজে সাহায্য করে।

Next Photo Gallery