একদিকে ‘গুমনামী’, অন্যদিকে ‘জ্যেষ্ঠপুত্র’। ৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে যে দু’টি বাংলা ছবি পুরস্কার পেয়েছে, তার দু’টিতেই কমন ফ্যাক্টর তিনি। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দুটি ছবির মধ্যমণি প্রসেনজিৎ। তাই এই জয় তাঁর কাছে অত্যন্ত আনন্দের।
করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়ার পর অবশেষে সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ঘোষিত হল ৬৭তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম। সেরা বাংলা ছবির সম্মান পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘গুমনামী’। অন্যদিকে সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সঙ্গীত পরিচালনার জন্য সম্মান আদায় করে নিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’।
পুরস্কারের খবর ঘোষণা হওয়ার পর প্রসেনজিৎ বললেন, “আমি সত্যিই খুব খুশি হয়েছি। এরকম একটা সময়ে গুমনামী সেরা ছবি পেয়েছে, স্ক্রিন প্লে রাইটার সৃজিত পেয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় পেয়েছেন জ্যেষ্ঠপুত্রের জন্য, আমি খুব খুশি। দু’টো ছবিতে আমি অভিনয় করেছি। দু’টোই আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ চরিত্র। অবশ্যই একটা নেতাজী সুভাষ বোস এবং গুমনামী। আর জ্যেষ্ঠপুত্র আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছবি। আমার, ঋত্বিকের খুব ভাল কাজ কৌশিকের পরিচালনায়।”
আরও পড়ুন, ৬৭তম জাতীয় পুরস্কার: সেরা বাংলা ছবি ‘গুমনামী’, সেরা অভিনেত্রী কঙ্গনা
সৃজিত এবং প্রসেনজিৎ ছাড়াও আলাদা করে ‘জ্যেষ্ঠপুত্র’-এর জন্য প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করলেন প্রসেনজিৎ। তাঁর কথায়, “খুব ভাল একটা সময়। সৃজিত এবং কৌশিকের জন্য খুব খুশি আমি। আর প্রবুদ্ধর জন্য তো…, আমি ওর বিশাল বড় ফ্যান। সব মিলিয়ে অসাধারণ সময়। ঈশ্বরের আশীর্বাদে চারটে পুরস্কার এসেছে। আর দু’টো ছবিরই অংশ আমি। এটা সবার ভালবাসা বলা যেতে পারে। এটা বাংলা ছবির জয়।”