দেখতে দেখতে অভিনেতা জুটি পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) এবং কুণাল বর্মার ছেলে কৃশিবের বয়স হল পাঁচ মাস। গতকাল মহাশিবরাত্রির দিন কেক কেটে কৃশিবের পাঁচ বছরের জন্মদিন সেলিব্রেট করলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য সেই সেলিব্রেশনের ভিডিয়ো শেয়ার করেছেন দম্পতি।
কৃশিবের নামের মধ্যে রয়েছে কৃষ্ণ এবং শিব। আবার শিবরাত্রির দিনই তার পাঁচ মাস পূর্ণ হল। এ হেন কৃশিব তো শিবরাত্রি পালন করবেই। তাই মায়ের কোলে চড়ে প্রথম শিবরাত্রি পালন করে ফেলল ছোট্ট কৃশিব।
হলুদ পাঞ্জাবি, সাদা পাজামায় ছেলেকে সাজিয়েছিলেন পূজা। ছেলেকে কোলে বসিয়েই শিবরাত্রি পালন করেছেন তিনি। ছেলের হাত ধরে শিবের মাথায় দুধও ঢেলেছেন। আর সর্বক্ষণ পাশে ছিলেন কুণাল।
ছেলের কেক খাওয়ার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে পূজা লেখেন, ‘আমার সোনার পাঁচ মাসের জন্মদিনের কেক। এ বার আর ওকে থামানো যাচ্ছে না।’
সত্যিই সামনে সাজানো চকোলেট কেক খুব মন দিয়ে খেয়েছে কৃশিব। সোশ্যাল ওয়ালেই অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন পূজাকে। এখন ছেলেই তাঁর কাছে প্রায়োরিটি। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ছেলে একটু বড় হওয়ার পর ফের কাজ শুরু করবেন। বরাবরই সোশ্যাল মিডিয়ায় আপডেটেড থাকেন নায়িকা। ছেলের আপডেটও অনুরাগীরা সোশ্যাল ওয়ালেই পাবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, শুটিং চলাকালীন পড়ে গিয়ে আঘাত পেলেন স্বস্তিকা দত্ত