ভয়ানক দুর্ঘটনার মুখে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে তাঁর বাড়িতে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পূজা। রক্ষা পেয়েছে তাঁর পরিবারও। এই ঘটনার কথা জানিয়ে ইনস্টাগ্রামে পূজা লেখেন, “আমার বাড়িতে আগুন লেগেছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছি।” এরই পাশাপাশি ভগবানকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “আমাকে ও আমার পরিবারকে রক্ষা করার জন্য ধন্যবাদ।” পূজার বাড়িতে আগুন লাগার খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত ছিলেন তাঁর অনুরাগীরাও। তবে আশার খবর, কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি।
বলিউডে পরিচিত মুখ পূজা চট্টোপাধ্যায়। বাংলাতেও প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি তাঁর নতুন ওয়েব সিরিজের খবর সামনে এসেছে। ওয়েব সিরিজের নাম ‘ক্যাবারে’। ছয় ও সাতের দশকে কলকাতার এক নিশিঠেকের গল্পই উঠে এসেছে এই সিরিজে। ওই সিরিজে তাঁর চরিত্রের নাম মিস এলিনা। নামভূমিকায় দেখা যাবে তাঁকে, দেখা যাবে এক ক্যাবারে নর্তকীর ভূমিকায়। সিরিজে পূজা ছাড়াও রয়েছেন অভিনেতা সত্যম ভট্টাচার্য। সত্তরের উত্তাল সময়ে এক নকশাল যুবকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সিরিজটি মুক্তি পাবে আগামী ২৬ জানুয়ারী।
সামাজিক বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন বলে অতিমারির সময় থেকেই চর্চায় ছিলেন বলিউড-টলিউডের অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। আইনি বিয়ে করলেও সেই বিয়ের খবর জানতেন না কেউই। তাই পূজার সন্তান জন্মাবার পর তা নিয়ে চর্চা কম হয়নি। যদিও পরবর্তীতে পূজা তা খোলসা করেন। ২০২১ সালের ১৬ নভেম্বর বিবাহের প্রচলিত রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধেন। বিয়ের সময় পূজার ছেলের বয়স ছিল এক বছর। মা হলেও কাজ কিন্তু থেমে যায়নি তাঁর। দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন পূজা।