রাধিকা মার্চেন্ট ও অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে আপনার নিউজ ফিড ইতিমধ্যেই নিশ্চয়ই প্লাবিত হচ্ছে। রবিবার সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং তো বটেই, হাজির ছিলেন র্যাপার একনও। হাজির ছিলেন ‘স্টার অব দ্য ইভিনিং’ রাধিকা মার্চেন্টও। ওই রাতেরই এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে রাধিকা সম্পর্কে ধারণাই বদলে গিয়েছে আমজনতার। একন রাধিকাকে এক প্রকার জোর করেই নাচের মঞ্চে নিয়ে আসেন। রাধিকা হাসিমুখে যোগ দেন তাঁকে, আচমকাই তাঁর নজরে পড়ে ক্লিভেজ দেখা যাচ্ছে তাঁর। সঙ্গে সঙ্গেই দুই হাত সামনে রেখে ক্লিভেজ ঢেকে ফেলেন রাধিকা। গায়ের জ্যাকেটও টেনে নেন সন্তর্পণে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই রাধিকার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। একজন লিখেছেন, “শুধু অর্থই নয় অম্বানির পুত্রবধূর সংস্কারজ্ঞানও রয়েছে মারাত্মক।” আর একজনের মন্তব্য, “আধুনিক হয়েও তুমি যেভাবে পরিস্থিতি সামাল দিলে তা সত্যিই অবাক হওয়ার মতো।”
রাধিকা ও অনন্ত এর প্রাকবিবাহ অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় ১০০০ কোটি টাকা। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান আমির খান, বচ্চন পরিবার, কে আসেননি এই বিয়েতে? গান গেয়েছেন রিহানা, একনের মতো আন্তর্জাতিক শিল্পীরাও। হাজির ছিলেন বিল গেটস, মার্ক জুকারবারগেরাও।