বেশ কিছু মাস ধরে অশান্ত বাংলাদেশ। বিভিন্ন মুহূর্তে নানা অপ্রীতিকর খবর প্রকাশ্যে উঠে আসছে। একশ্রেণির বরবরতার ছবিতে শিউরে উঠছেন বাংলাদেশের অপরশ্রেণি। তার মাঝেও কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার চেষ্টা। যার ফলে বিভিন্ন জায়গায় আচার অনুষ্ঠানে ফাঁক থাকছে না। সেই তালিকায় রয়েছে গায়ক রাহাত ফতেহ আলি খানের কনসার্ট। যদিও উৎসব উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়নি, মানুষের সাহায্যের জন্য এই উদ্যোগ।
জুলাই–আগস্টে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাহায্যের হাত বাড়াতেই ই কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট। সেখানেই ২১ ডিসেম্বর গান গাইবেন ওস্তাদ। ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। যার টিকিট ইতিমধ্যেই বিক্রি হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে।
জানেন, কত টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এই টিকিট? বাংলাদেশের প্রথম আলো সংবাদ মাধ্যমের প্রতিবেদ অনুয়ায়ী টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়। এই টাকায় VIP জোনের আসন পাওয়া যাচ্ছে। আর ৪-৫ হাজার টাকাতেও এই অনুষ্ঠান দেখা যাবে। এদিন রাহাত ফাতে আলি খানের গানের পাশাপাশি থাকছে আরও আয়োজন। কনসার্টের তালিকায় রয়েছে আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান ও সিলসিলার মতো উপস্থাপক। যার ফলে ঢাকার শ্রোতারা অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন। যদিও রাহাত ফতে আলি খানের কনসার্ট ঢাকাতে এই প্রথম নয়। অতীতেও হয়েছে। আরও একবার তিনি সকলের মন জয় করতে যাচ্ছেন বাংলাদেশে।