রাহুল মহাজনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কম ছবি পোস্ট করার কারণ জানালেন স্ত্রী

বিহঙ্গী বিশ্বাস | Edited By: arunava roy

Mar 22, 2021 | 12:20 PM

নাতালিয়া জানান, এক মন্দিরে খুব ছোট্ট ভাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। কাছের বন্ধু ছাড়া কেউই আমন্ত্রিত ছিলেন না। তাঁর কথায়, "আড়াই বছর পার হলেও বিয়ের ভালবাসা, শ্রদ্দা এবং বিশ্বাসে ঘাটতি হয়নি।"

রাহুল মহাজনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কম ছবি পোস্ট করার কারণ জানালেন স্ত্রী
স্ত্রীর সঙ্গে রাহুল।

Follow Us

সোশ্যাল মিডিয়ায় স্বামী রাহুল মহাজনের সঙ্গে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকটি ছবিই পোস্ট করেছেন নাতালিয়া ইলিনা। তা নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক গুঞ্জন। কেন রাহুলের সঙ্গে ছবি পোস্ট করেন না স্ত্রী তা নিয়ে কৌতূহল বেড়েই চলেছে। অবশেষে মুখ খুললেন নাতালিয়া। রাহুলের সঙ্গে বিয়ের দিনের ছবি পোস্ট করে যোগ্য জবাব দিলেন তিনি।

নাতালিয়া জানান, এক মন্দিরে খুব ছোট্ট ভাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। কাছের বন্ধু ছাড়া কেউই আমন্ত্রিত ছিলেন না। তাঁর কথায়, “আড়াই বছর পার হলেও বিয়ের ভালবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাসে ঘাটতি হয়নি।” স্বামীর জনপ্রিয়তার প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি বেশিরভাগ মানুষ আমায় ইনস্টাগ্রামে অনুসরণ করেন আমার স্বামীর জন্য। তাঁদের একটাই প্রশ্ন, কেন আমি ওর সঙ্গে ছবি পোস্ট করি না। এই সব প্রশ্ন শুনতে শুনতে আমি ক্লান্ত। আমি ছবি পোস্ট করি বা নাকরি তাতে করে কি আমাদের বিয়ের সংজ্ঞা বদলে যাবে?” শুধুমাত্র নিজের ছবি পোস্ট করার কারণ হিসেবে নাতালিয়া জানান, বলিউডে নিজের কেরিয়ার গড়তে চাইছেন তিনি। আর সে জন্যই এই আগাম প্রচার।

 


ট্রোলারদের উদ্দেশ্যে তাঁর কড়া জবাব, যদি শুধুমাত্র স্বামীর জন্য তাঁকে কেউ অনুসরণ করে থাকেন তাহলে সেই ব্যক্তি যেন তাঁকে আনফলো করে দেন। তিনি লেখেন, “শুধুমাত্র আমার জন্য আমাকে পছন্দ করতে হলে করুন, নয়তো করার কোনও প্রয়োজন নেই।” নাতালিয়া কাজাকিস্তান মডেল। এর আগে শ্বেতা সিং এবং ডিম্পি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেও রাহুল মহাজনের সেই বিয়ে সুখের হয়নি। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন ডিম্পি। ২০১৮-তে নাতালিয়াকে বিয়ে করেন রাহুল। এখনও পর্যন্ত সেই বিয়ে সুখের।

Next Article