Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: কলার ধরে হাতাহাতি! ‘অযোগ্য’র স্ক্রিনিংয়ে রাজ-অঙ্কুশের ধুন্ধুমার কাণ্ড

Raj-Ankush: রাজ চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা-- তাঁদের মধ্যে সম্পর্ক মোটেই মন্দ নয়। তবে এই ভিডিয়ো দেখলে এক মুহূর্তে জন্য চমকে যেতে পারেন আপনি। মনে প্রশ্ন আসতেই পারে পরিচালক ও অভিনেতার মধ্যে হলটা কী? কলার ধরে মারপিট থেকে শুরু করে হাতাহাতি-- বাদ গেল না কিছুই।

Video: কলার ধরে হাতাহাতি! 'অযোগ্য'র স্ক্রিনিংয়ে রাজ-অঙ্কুশের ধুন্ধুমার কাণ্ড
Follow Us:
| Updated on: Jun 20, 2024 | 8:11 PM

রাজ চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা– তাঁদের মধ্যে সম্পর্ক মোটেই মন্দ নয়। তবে এই ভিডিয়ো দেখলে এক মুহূর্তে জন্য চমকে যেতে পারেন আপনি। মনে প্রশ্ন আসতেই পারে পরিচালক ও অভিনেতার মধ্যে হলটা কী? কলার ধরে মারপিট থেকে শুরু করে হাতাহাতি– বাদ গেল না কিছুই। শুধু কি তাই? উপস্থিত পাপারাৎজিকে অঙ্কুশের বাইট নিতেও বারণ করে দিলেন রাজ। ভিডিয়ো ভাইরাল। যা দেখে নেটিজেনদের একটা বড় অংশ বেশ বিরক্ত। একবাক্যে তাঁরা বলছেন, এঁদের মধ্যে কোনও আত্মসম্মান নেই। ঘটেছে কী?

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চত্তপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত পরিচালিত ‘অযোগ্য’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিল গোটা টলিউড। শুভশ্রী গঙ্গপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজির ছিলেন রাজ। ওদিকে অঙ্কুশ এসেছিলেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে নিয়ে। রাজকে বলতে শোনা যায়, ‘আমি একদম মেনটেন করি না। ও (অঙ্কুশ) করে।’ রাজের কথার সঙ্গে সহমত হতে না পেরেই চড়াও হন অঙ্কুশ। রাজের কলার ধরে শুরু হয় মারামারি। রাজও কি ছাড়ার পাত্র তিনিও মারতে যান অঙ্কুশকে। ওদিকে তখন শুভশ্রী ও ঐন্দ্রিলা যেন নীরব দর্শক। নেপথ্যে ঐন্দ্রিলাকে বলতে শোনা যায়, “আমাদের এর মধ্যে না ঢোকাই ভাল।” সহমত হয়ে ঘাড় নাড়েন শুভশ্রীও।

একসময় যদিও দু’জনেই ছেড়ে দেন দু’জনকে। জড়িয়ে ধরেন গলা, তবে এবার আর রেগে নয়। বরং ভালবেসেই জড়িয়ে ধরেন গলা! গোটা জিনিসটা যে মজার ছলে হয়েছে তা বুঝতে বাকি নেই কারও। তবে নেটিজেনরা একেবারেই খুশি হননি। তাঁদের একটাই বক্তব্য, “একটা কাজে এসেছেন। এই সব আবার কী? ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে।”