আজ তাঁর অনেক প্রতিপত্তি। একদিকে তিনি পরিচালক অন্যদিকে তিনি বিধায়কও বটে। তিনি রাজ চক্রবর্তী। থাকেন সাতমহলা আবাসনে। যেখান থেকে দিগন্তরেখা দেখা যায় স্পষ্ট। তবে সারাজীবন এমনটা ছিল না। একেবারে নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে রাজ। ছোট থেকেই করতে হয়েছে চরম সংগ্রাম। আর এই সংগ্রাম শুরু হয়েছিল কোথা থেকে জানেন? উত্তর ২৪ পরগণার হালিশহর থেকে। হ্যাঁ, ওখানেই যে রাজের জন্মস্থান। সেখানে অবশ্য তিনি রাজ নন, সকলের ‘রাজু’। সেখানেই ফিরে গেলেন রাজ। দেখা হল এক টুকরো ছেলেবেলার সঙ্গে। যেখানে মানুষদের কাছে আজও তিনি পাড়ার ছেলে, একেবারে কাছের। রাজ কোথায় জন্মেছিলেন, কী করতেন ছোটবেলায় সে সবই ঘুরে দেখালেন তাঁরা।
সদ্য বাবা হয়েছেন রাজ চক্রবর্তী। গত নভেম্বরে কোল আলো করে এসেছে তাঁর মেয়ে ইয়ালিনি। মেয়ে ইয়ালিনি দু’মাস পার করতেই তিনি আবার পুরোদমে নেমে পড়েছেন পরিচালনায়। বুদ্ধদেব গুহের সৃষ্টি ‘বাবলি’ এবার রাজের হাত ধরে আসতে চলেছে সিনেমার আকারে। মুখ্য ভূমিকায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়।
রাজের সঙ্গে ঘুরে দেখুন তাঁর এক টুকরো ছোটবেলা