‘দ্য গ্রেট শো ম্যান অব বলিউড’–ওরফে রাজ কাপুর। বলিউডের কিংবদন্তী তিনি। সেলুলয়েডে বহু নতুনের প্রবর্তক তিনি। তবে ‘ভারতের চার্লি চ্যাপলিন’-এর ব্যক্তিগত জীবন জুড়ে বিতর্ক। জীবনে এসেছে একাধিক নারী। এমনকি মায়ের সঙ্গেই তাঁর বিশেষ সম্পর্ক নিয়ে চলেছে হাজারও চর্চা। মায়ের সঙ্গে বহুদিন পর্যন্ত স্নান করতেন রাজ কাপুর, আর তা নিয়ে কিশোর বয়সে তাঁর মনে যা অনুভূতি জেগেছিল তা নিয়ে সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলেছিলেন রাজ কাপুর। অনেকেই বলেন বাবার তুতো বোনকেই নাকি বিয়ে করেছিলেন রাজ। নাম কৃষ্ণা মালহোত্র। এখানেই কি শেষ? শো-বিজের একাধিক নায়িকার সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। এঁদের মধ্যে রয়েছেন নার্গিস দত্ত, বৈজয়ন্তীমালা, দক্ষিণী অভিনেতা পদ্মিণী। বাবা যে একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন এ কথা নিজের বই ‘খুল্লাম খুল্লা’তে নিজেই স্বীকার করে নিয়েছিলেন রাজ-পুত্র ঋষি কাপুর। অন্যদিকে মায়ের প্রতি অদ্ভুত টান প্রসঙ্গে ১৯৮৬ সালে এক সাক্ষাৎকারে কী বলেছিলেন রাজ?
তাঁর কথায়, “আমি ছিলাম নগ্নতার পূজারি। আমার মনে হয় এ সবের সূত্রপাত হয়েছিল মায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা থেকেই। আমার মা ছিলেন সুন্দরী, আর পাঠান মহিলার শরীরে যে তীক্ষ্ণতা দেখা যায় তাও ছিল ওঁর মধ্যে।” ওই সাক্ষাৎকারেই রাজ কাপুর যোগ করেছিলেন, “আমরা মাঝেমধ্যেই একসঙ্গে স্নান করতাম। আর তাঁর নগ্নতাই হয়তো আমার মনকে বিচলিত করে তুলত। উর্দুতে একটা সুন্দর কথা আছে ‘মুকাদ্দাস উড়িয়া’। যার অনুবাদ করলে দাঁড়ায় পবিত্র নগ্নতা। আমার ক্ষেত্রে হয়তো সেটাই হত। তাই আমার ছবিতে মাঝেমধ্যেই স্নানের দৃশ্য রয়েছে।” মা’কে নিয়ে রাজ কাপুরের এ হেন বক্তব্য নিয়ে সে সময় বেশ বিতর্ক হয়েছিল।
রাজ কাপুরের বাবা ছিলেন পৃথ্বীরাজ কাপুর। কাপুর পরিবারের রক্ত ছিল তাঁর শরীরে। মা ছিলেন রামসরণী মেহরা কাপুর। রাজ কাপুরের সন্তানেরাও অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এঁদের মধ্যে রয়েছেন রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজীব কাপুর। তাঁদের পরবর্তী প্রজন্মও বর্তমানে বলিউডে রাজত্ব করছেন।