করোনা আক্রান্ত সাংবাদিক রাজীব মাসান্দ, শারীরিক অবস্থা সঙ্কটজনক
কোনও কোনও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, রাজীবের শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার তাঁকে ভেন্টিলেটারে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু সেই খবরকে নস্যাৎ করে দিয়েছেন সোমেন মিশ্র। সোমেন পেশাগত ভাবে ধর্মা প্রোডাকশনের ক্রিয়েটিভ ডেভলপমেন্ট বিভাগীয় প্রধান।
করোনায় (covid 19) আক্রান্ত হলেন বর্ষীয়ান সাংবাদিক রাজীব মাসান্দ (Rajeev Masand)। সূত্রের খবর, রাজীবের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোনও কোনও মাধ্যমে প্রকাশিত হয়েছিল, রাজীবের শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার তাঁকে ভেন্টিলেটারে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু সেই খবরকে নস্যাৎ করে দিয়েছেন সোমেন মিশ্র। সোমেন পেশাগত ভাবে ধর্মা প্রোডাকশনের ক্রিয়েটিভ ডেভলপমেন্ট বিভাগীয় প্রধান।
Saw this as it appeared on timeline. Seems word is doing the rounds, too many calls/messages, so just clarifying he is not on ventilator. Critical, yes. Also slightly better today. Hoping praying for the best. https://t.co/j9k8jerAXK
— somen mishra (@somenmishra0) May 3, 2021
সোমেন টুইট করেছেন, ‘… রাজীব ভেন্টিলেশনে রয়েছেন কি না জানতে অনেকেই ফোন বা মেসেজ করছেন। উনি ভেন্টিলেশনে নেই। কিন্তু শারীরিক অবস্থা সঙ্কটজনক। তবে আজ একটু ভাল আছে। আশা করছি এবং ভালর জন্য প্রার্থনা করছি।’
#RajeevMasand is NOT on ventilator. Last thing we need right now is speculation. Think about him and his family before you tweet irresponsibly.Please. ?
— Lada Guruden Singh (@ladasingh) May 3, 2021
সোনি পিকচার্সের ক্রিয়েটিভ ডেভলপমেন্ট প্রধান এবং ডিরেক্টর লাডা গুরুদেনও টুইট করে সোমেনের বক্তব্যতকেই মান্যতা দিয়েছেন। এই কঠিন সময় সঠিক তথ্য না জেনে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করারও বিরোধিতা করেছেন তিনি।
Prayers for my friend @RajeevMasand . Please send positive energy.
RAJEEV MASAND CRITICAL | 3 May, 2021 https://t.co/uEYBQdPCQm via @Film Information
— অনির Onir اونیر ओनिर (@IamOnir) May 3, 2021
তবে রাজীবের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়তে থাকে। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। অভিনেতা সুনীল শেট্টি, রাহুল দেব, পরিচালক অনির আরোগ্য কামনায় টুইট করেছেন।
Get well soon @RajeevMasand … praying for your speedy recovery ??
— Suniel Shetty (@SunielVShetty) May 2, 2021
Damn … More power to you @RajeevMasand … Stay strong …???
— Rahul Dev (@RahulDevRising) May 2, 2021
গত বছর সাংবাদিকতা পেশা থেকে বেরিয়ে ধর্মা প্রোডাকশনে পেশাদার হিসেবে যোগ দিয়েছিলেন। সে কারণেই ধর্মা প্রোডাকশনের অন্য এক পেশাদার সোমেনের তরফে আসা খবর সঠিক বলে মান্যতা দিচ্ছেন সকলে।
আরও পড়ুন, সন্তান পরিকল্পনা করতে পারছেন না, প্রকাশ্যে কেঁদে ফেললেন ভারতী!