শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। রক্তচাপ ওঠানামা করায় তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ব্লাড প্রেশার স্বাভাবিক না হলে হাসপাতালেই থাকবেন তিনি, তেমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিগত ১০দিন হায়দরাবাদে নিজের আসন্ন ছবি ‘আন্নাথে’র শুটিং করছিলেন রজনীকান্ত। দক্ষিণী পরিচালক শিবার পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি। বলাই বাহুল্য, সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে নতুন অবতারে অভিনয় করছেন তিনি। শুটিং করতে বিশেষ বিমানে চেন্নাই থেকে হায়দরাবাদে উড়ে আসেন রজনীকান্ত। তারপর সেটে বেশ কয়েকজন কোরোনায় আক্রান্ত হয়ে পড়েন। ২২ ডিসেম্বর কোভিড পরীক্ষা করা হয় তাঁর। সেই রিপোর্ট নেগেটিভ আসে। শরীরে কোরোনার কোনও উপসর্গ ছিল না তাঁর। যদিও নিজেকে আইসোলেশনেই রেখেছিলেন।
আরও পড়ুন:ক্রিসমাস সেলিব্রেশনে কী করলেন সইফ-করিনা?
তারপর শুক্রবার সকালে হঠাৎই রক্তচাপের সমস্যা দেখা দিতে শুরু করে রজনীকান্তের। যে কারণে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রক্তচাপ ছাড়া আর কোনও সমস্যা নেই তাঁর। হাসপাতাল থেকে জানানো হয়েছে, এমনিতে শারীরিকভাবে স্বাভাবিক আছেন তিনি। তবে রক্তচাপের সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে হাসপাতালেই থাকবেন রজনীকান্ত।