কঙ্গনা তোমার তো এত টাকা, অক্সিজেন কিনে মানুষের মধ্যে বিতরণ করো: রাখি সাওয়ান্ত

Apr 29, 2021 | 4:23 PM

অন্যদিকে কঙ্গনা বুধবার এক ভিডিয়ো বার্তা আঠারো বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা নেওয়ার আর্জি জানিয়েছেন। নিজের পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেছেন, "আমার পরিবারের অনেকেই টিকা নিতে চাননি। কিন্তু আমি ওঁদের বুঝিয়েছি কেন টিকা নেওয়া জরুরি। আপনারাও একই কাজ করুন।"

কঙ্গনা তোমার তো এত টাকা, অক্সিজেন কিনে মানুষের মধ্যে বিতরণ করো: রাখি সাওয়ান্ত
রাখি-কঙ্গনা

Follow Us

নিজস্ব ভঙ্গিতে এ বার কঙ্গনা রানাওয়াতকেই অক্সিজেন কিনে তা সাধারণের মধ্যে বিতরণ করার নিদান দিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বুধবার পাপারাৎজির সামনে রাখি বলেন, “অক্সিজেন পাওয়া যাচ্ছে না! কঙ্গনাজি, আপনি দয়া করে দেশের সেবা করুন। এত পয়সা তো আপনার কাছে আছে। অক্সিজেন কিনুন আর মানুষের মধ্যে বিতরণ করুন প্লিজ।”

কঙ্গনা যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি তবে রাখিকে কমেন্ট বাণে বিদ্ধ করেছে কঙ্গনার অনুরাগীরা। একজন লিখেছেন, “অক্সিজেন জোগাড় করার দায়িত্ব কঙ্গনায় নয়।” আর একজন রাখির উদ্দেশ্যে লিখেছেন, “আপনারও তো অনেক টাকা। কঙ্গনাকে উপদেশ না দিয়ে আপনিও তো তা করতে পারেন।”

আরও পড়ুন- ‘রানি রাসমণী’র পাশাপাশি করোনার হানা ‘কী করে বলব তোমায়’-এর সেটেও

 


অন্যদিকে কঙ্গনা বুধবার এক ভিডিয়ো বার্তা আঠারো বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা নেওয়ার আর্জি জানিয়েছেন। নিজের পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেছেন, “আমার পরিবারের অনেকেই টিকা নিতে চাননি। কিন্তু আমি ওঁদের বুঝিয়েছি কেন টিকা নেওয়া জরুরি। আপনারাও একই কাজ করুন।” তিনি আরও যোগ করেন, “ডাক্তাররা বলছে করোনার টিকার প্রথম ডোজ নিয়েও যদি আপনি করোনায় আক্রান্ত হন তবে ভাইরাল লোড অনেক কম থাকে। উপসর্গ অনেক কম থাকে। সুস্থ হওয়ার চান্সও অনেক বেশি। তাসি অনুগ্রহ করে সবাই ভ্যাকসিন নিন।”

প্রসঙ্গত, বুধবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৫ বছর পূর্ণ করার পর একটি পোস্ট করেছিলেন কঙ্গনা। দাবি করেছিলেন তাঁর জার্নি এসআরকে’র জার্নির থেকেও অনেক বেশি কষ্টকর। বলেছিলেন, “এসআরকে কনভেন্ট এডুকেটেড। ওঁর পরিবার ফিল্মের সঙ্গে যুক্ত ছিল”। এর পরেই ট্রোল্ড হন কঙ্গনা। এসআরকে ভক্তর একটা বড় অংশ কঙ্গনার উদ্দ্যেশে বলেন, “এসআরকে’র পরিবার মোটেও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি যা করেছেন কঠিন অধ্যবসায় এবং চেষ্টার জোরেই করেছেন।”

Next Article