ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত আইটেম গার্ল হিসেবে। অভাবের সংসারে আইটেম সংই একসময় তাঁকে বাঁচার রসদ জুগিয়েছিল। ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার, কিন্তু তিনি পারেননি। মেনে নিয়েছেন সহজ সত্যিটা। তাই আজ আইটেম গার্ল পরিচিতি পেয়েই খুশি রাখি সাওয়ান্ত। এক সাক্ষাৎকারে অকপট তিনি।
রাখির কথায়, ইন্ডাস্ট্রিতে সবাই মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পায় না। সবার সেই যোগ্যতাও নেই। কেউ হিরোইন হয় আবার কেউ বা আইটেম সং। কারও ভাগ্যে জোটে মা-বোনের রোল। তিনি যোগ করেন, যে মুহূর্তে তিনি বুঝতে পারেন হিরোইন হওয়ার যোগ্যতা তাঁর নেই, সেই মুহূর্তেই আইটেম ডান্সকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। তা নিয়েই একেবারেই অনুতপ্ত নন তিনি। সত্যকে সহজেই নিয়েছেন তিনি।
আরও পড়ুন- ধারাবাহিকের ফ্লোরে বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউটে’র হানা, লন্ডভন্ড হল সেট
এর আগে তাঁর আইটেম গার্ল তকমা নিয়ে এক সাক্ষাৎকারে রাখি বলেছিলেন, ““আইটেম গার্লকে কখনই আইটেম গার্ল বলা উচিত নয়। ওদের আইটেম বম্ব বলা উচিত। কারণ যে কোনও ছবিতেই আইটেম সং আদপে স্পেশ্যাল সং।
তিনি যোগ করেন, “আমি নিজে নিজের নাম আইটেম গার্ল রাখিনি। মানুষই দিয়েছে। আমার তো মনে হয় প্রতিটি ছবিতেই আইটেম গানের বিশেষ ভূমিকা রয়েছে। যখন নায়িকা তাঁদের পারফরমেন্স দিয়ে দর্শকের মনোরঞ্জন করতে পারে না তখন রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসে আইটেম ডান্সাররাই।” ‘আইটেম গার্ল’ হিসেবে পরিচিতি পেয়ে তিনি যে গর্বিত সে কথাও জানান রাখি।
ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত আইটেম গার্ল হিসেবে। অভাবের সংসারে আইটেম সংই একসময় তাঁকে বাঁচার রসদ জুগিয়েছিল। ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার, কিন্তু তিনি পারেননি। মেনে নিয়েছেন সহজ সত্যিটা। তাই আজ আইটেম গার্ল পরিচিতি পেয়েই খুশি রাখি সাওয়ান্ত। এক সাক্ষাৎকারে অকপট তিনি।
রাখির কথায়, ইন্ডাস্ট্রিতে সবাই মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পায় না। সবার সেই যোগ্যতাও নেই। কেউ হিরোইন হয় আবার কেউ বা আইটেম সং। কারও ভাগ্যে জোটে মা-বোনের রোল। তিনি যোগ করেন, যে মুহূর্তে তিনি বুঝতে পারেন হিরোইন হওয়ার যোগ্যতা তাঁর নেই, সেই মুহূর্তেই আইটেম ডান্সকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। তা নিয়েই একেবারেই অনুতপ্ত নন তিনি। সত্যকে সহজেই নিয়েছেন তিনি।
আরও পড়ুন- ধারাবাহিকের ফ্লোরে বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউটে’র হানা, লন্ডভন্ড হল সেট
এর আগে তাঁর আইটেম গার্ল তকমা নিয়ে এক সাক্ষাৎকারে রাখি বলেছিলেন, ““আইটেম গার্লকে কখনই আইটেম গার্ল বলা উচিত নয়। ওদের আইটেম বম্ব বলা উচিত। কারণ যে কোনও ছবিতেই আইটেম সং আদপে স্পেশ্যাল সং।
তিনি যোগ করেন, “আমি নিজে নিজের নাম আইটেম গার্ল রাখিনি। মানুষই দিয়েছে। আমার তো মনে হয় প্রতিটি ছবিতেই আইটেম গানের বিশেষ ভূমিকা রয়েছে। যখন নায়িকা তাঁদের পারফরমেন্স দিয়ে দর্শকের মনোরঞ্জন করতে পারে না তখন রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসে আইটেম ডান্সাররাই।” ‘আইটেম গার্ল’ হিসেবে পরিচিতি পেয়ে তিনি যে গর্বিত সে কথাও জানান রাখি।