ফের বিয়ে করতে চলেছেন বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত। এবার যদি সব ঠিকঠাক চলে, তাহলে রাখি মোট তিনবার ছাদনা তলায় যাবেন। প্রথমে রীতেশ রাজ সিং নামে এক ব্যক্তি, তারপর আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। তবে দুটো সম্পর্কই তাঁর টেকেনি। তবে এবার ভারতীয় কাউকে নয়, রাখি বাছলেন পাকিস্তানি পাত্র দোদি খানকে! নাহ, কোনও গুঞ্জন নয়, রাখিই সম্প্রতি জানিয়েছেন এমনটি।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে, রাখি জানিয়েছেন, পাকিস্তান থেকে বহু বিয়ের প্রস্তাব পাচ্ছি। পাকিস্তানের অনেক যুবকই চাইছেন আমাকে বিয়ে করতে।
এই সাক্ষাৎকারে রাখি আরও বলেন, পাকিস্তানের মানুষরা খুবই পছন্দ আমার। তবে এবার একটু ভাল করে পাত্র বেছে নিচ্ছি। কেননা, বিয়ে নিয়ে আমার পুরনো অভিজ্ঞতা একেবারেই ভাল নয়।
এখানেই শেষ করেননি রাখি। নামও জানিয়েছেন পাত্রের। রাখির পছন্দ করা পাত্রের নাম দোদি খান। যিনি পাকিস্তানের পুলিশ অফিসার ও একাধারে অভিনেতাও। রাখির কথায়, আমাদের বিয়ে হবে পাকিস্তানে। রিসেপশন হবে ভারতে। আর হানিমুন হবে নেদারল্যান্ডস বা সুইজারল্যান্ডে।
কয়েকমাস আগেই গুরুতর অসুস্থ হয়েছিলেন রাখি সাওয়ান্ত। জড়ায়ুতে টিউমার ধরা পড়েছিল তাঁর। হয়েছে অস্ত্রোপচারও। তবে এখন রাখি একেবারেই সুস্থ। সুস্থ হওয়ার পর থেকেই বিয়ের প্ল্যানিং শুরু করে দিয়েছেন রাখি।
বলিউডের আইটেম নাম্বার হিসেবেই জনপ্রিয় রাখি সাওয়ান্ত। বেশ কিছু ইন্দিপপ অ্যালবামেও কাজ করেছেন তিনি। তবে এই মুহূর্তে সোশাল মিডিয়ায় একেবারে সেনসেশন রাখি। তবে নিন্দুকরা মনে করছেন, খবরে থাকার জন্যই রাখির এমন বিয়ের ফাঁদ। আসলে রাখির এই বিয়েটাও ভুয়ো!