হায়দ্রাবাদে ‘মে ডে’-র ছবির শুটিং সবে মাত্র শুরু করেছিলেন অভিনেত্রী। মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টা হ্যান্ডেলে রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) জানান, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। রাকুল লেখেন, “আমি সবাইকে জানাতে চাই যে আমি কোভিড-পজিটিভ।
“আমি ঠিক আছি, এবং ভালভাবে বিশ্রাম নিচ্ছি যেন আমি আবার শুটিংয়ে ফিরতে পারি।” তিনি তাঁর সংস্পর্শে আসা মানুষদের উদ্দেশ্যে লেখেন, “যাঁরা আমার সঙ্গে দেখা করেছেন তাঁদের অনুরোধ করছি যেন নিজেদের কোভিড টেস্ট করিয়ে নেন। ধন্যবাদ, সাবধানে থাকবেন।”
আরও পড়ুন তল্লাশিতে গ্রেফতার সুরেশ রায়না, গুরু রণধওয়া, পিছনের দরজা দিয়ে পালালেন র্যাপার বাদশাহ
‘মে ডে’র শুটিং শুরু করার আগে, গত মাসে রাকুল তাঁর পরিবারে সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছিলেন। তিনি ইনস্টাগ্রামে পোস্টও করেন সে সব ছবি।
প্রসঙ্গত, ‘মে ডে’ ছবিতে রাকুলের সঙ্গে অভিনয় করছেন অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, অঙ্গীরা ধর। ডিসেম্বরের ১১ তারিখ থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
অজয় দেবগণ এ ছবিতে একজন পাইলটের চরিত্রে অভিনয় করছেন এবং রাকুল তাঁর কো-পাইলট। তবে অমিতাভ বচ্চনের চরিত্রের বিষয়ে কিছুই জানা যায়নি। সাত বছর পর অজয় দেবগণ এবং বিগ বি-কে একই ছবিতে দেখা যাবে। ‘মে ডে’ ছবির প্রযোজক এবং পরিচালক অজয় দেবগণ। সবকিছু ঠিকঠাক চললে ২০২২-এর ইদে মুক্তি পেতে পারে ‘মে ডে’।