কিছুদিন আগে অক্ষয়-আদিত্যনাথের বৈঠকের খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্ট করা ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ল্যাপটপ হাতে নিয়ে Akshay Kumar কিছু বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। একসঙ্গে ডিনারও সারেন দু’জন। অক্ষয়ের সঙ্গে ছবি পোস্ট করে বড় এক ক্যাপশনেও দিয়েছিলেন যোগীজি। শোনা যাচ্ছিল, অক্ষয়ের আসন্ন ছবি ‘রাম সেতু’ নিয়ে আলোচনাও হয়েছে। সূত্রের খবর,অযোধ্যাতে ‘রাম সেতু’র শুটিংয়ের অনুমতি চেয়েছিলেন অক্ষয়। মুখ্যমন্ত্রীর সম্মতিও পেয়েছেন মিস্টার খিলাড়ি। জানা যাচ্ছে, নয়ডায় দেশের বৃহত্তম ফিল্ম সিটি নির্মাণের বিষয়ে আলোচনা ছাড়াও অযোধ্যায় অক্ষয় রিয়্যাল লোকেশনে শুটিংয়ের আলোচনাও হয়।
আরও পড়ুন কেন সিনেমাহলে দেখবেন ‘এইট্টি থ্রি’? জানালেন পঙ্কজ ত্রিপাঠী
ছবির গল্পের বিষয় যা জানা গেছে তা হল, ‘রাম সেতু’ কি মিথ? না কি তার কোনও সত্যতা আছে। খোঁজ বেরিয়েছেন ফিল্মের মুখ্য চরিত্র মানে অক্ষয় কুমার। অক্ষয় এবং ছবির পরিচালক অভিষেক শর্মা যেহেতু একটি বাস্তব চিত্র তুলে ধরতে চান, তাই তারা রামের জন্মস্থান অযোধ্যা সহ ভিন্ন রাজ্যে রিয়েল লোকেশনে শুটিং করতে চান। শোনা যাচ্ছে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে শুরু হবে ছবির শুটিং।
অক্ষয় কুমার চলতি বছর দিওয়ালিতে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে ছবির ফার্স্ট লুক প্রকাশ করেন। লেখেন, ‘এই দিওয়ালিতে, আসুন আমরা ভারতীয়রা ‘রাম’ আদর্শকে জিইয়ে রাখার চেষ্টা করি। একটি ব্রিজ (সেতু) নির্মাণ করে যা নবপ্রজন্মকে রাম’ আদর্শের সঙ্গে যুক্ত করবে। এ কাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের বিনীত এক প্রচেষ্টা, ‘রাম সেতু’। আপনাদের অনেক শুভেচ্ছা, শুভ দীপাবলি।‘