বাকি ছিল আর মাত্র কয়েকদিন। গোটা দেশজুড়ে মুক্তি পেত রানা দুগ্গুবাটি অভিনীত ছবি ‘হাতি মেরে সাথি’। কিন্তু শেষমেশ ছবির মুক্তি পিছিয়ে গেল। আপাতত রিলিজ করছে না ‘হাতি মেরে সাথি’-র হিন্দি ভার্সন। কিন্তু পিছিয়ে গেল কেন ছবির রিলিজ? প্রযোজনা সংস্থা এরস ইন্টারন্যাশানালের তরফ থেকে জানানো হয়েছে কোভিড সংক্রমণের জন্যই তাঁরা ছবি রিলিজের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন।
গোটা দেশে করোনা সংক্রমণ ফের হু হু করে বাড়ছে। দেশের অনেক জায়গায় আবার লক ডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় লক ডাউন জারি করা হয়েছে। টিকাকরণের সঙ্গে সঙ্গে বাড়ছে করোনা-গ্রাফ। যদিও ভারত সরকার এরশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলো খোলার নির্দেশ ফ্রেব্রুয়ারি মাসেই দিয়ে দিয়েছে, তবু ভিড় তেমন জমছে না। বেশ কিছু ‘বিগ টিকিট মুভি’ রিলিজের মুক্তিও দোরগোড়ায়। সম্প্রতি মুক্তি পেয়েছে জন আব্রাহাম এবং ইমরান হাসমি অভিনীত ‘বিগ টিকিট’ ছবি ‘মুম্বই সাগা’। তবুও দর্শকের সাড়া তেমন মিলছে না। এই সব দেখেই প্রযোজনা সংস্থা ‘হাতি মেরে সাথি’-র হিন্দি ভার্সন রিলিজের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে। যদিও এই ছবির তেলেগু এবং তামিল ভার্সান ‘অরণ্য’ এবং ‘কাদান’ যথা সময়েই রিলিজ করছে। পরিকল্পনামাফিক ছবি দু’টি ২৬ মার্চ-ই রিলিজ করছে।
আরও পড়ুন:এ বার নতুন ভূমিকায় এ আর রহমান
‘হাতি মেরে সাথি’-তে রানা দুগ্গুবাটি ছাড়াও অভিনয় করেছেন পুলকিত সম্রাট, জয়া হুসেন এবং আরও অনেকে। ‘হাতি মেরে সাথি’-র হিন্দি ভার্সন কবে রিলিজ করতে পারে তা নিয়ে এখনই কিছু জানায়নি প্রযোজনা সংস্থা।