AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কালকের রাত সাধারণের আন্দোলন, সেলিব্রিটিদের ফ্যাশন প্যারেড নয়’

আগামীকাল রাত জাগবে শহর কলকাতা। শুধু কলকাতাই নয়, জেলা থেকে অলিগলি বিভিন্ন জায়গায় নারী অধিকার ও নারী সুরক্ষার বার্তা নিয়ে হাতে হাতে ধরে হাঁটবে এই বাংলার মেয়েরা। সামাজিক মাধ্যম জুড়ে আহ্বানের বন্যা। সাধারণ থেকে তারকা, তালিকাটা নেহাত ছোট নয়। কলেজস্ট্রিট থেকে যাদবপুর--রাজপথ দখলের অধিকার নিয়ে পথে নামবেন তাঁরা।

'কালকের রাত সাধারণের আন্দোলন, সেলিব্রিটিদের ফ্যাশন প্যারেড নয়'
Follow Us:
| Updated on: Aug 13, 2024 | 10:58 PM

আগামীকাল রাত জাগবে শহর কলকাতা। শুধু কলকাতাই নয়, জেলা থেকে অলিগলি বিভিন্ন জায়গায় নারী অধিকার ও নারী সুরক্ষার বার্তা নিয়ে হাতে হাতে ধরে হাঁটবে এই বাংলার মেয়েরা। সামাজিক মাধ্যম জুড়ে আহ্বানের বন্যা। সাধারণ থেকে তারকা, তালিকাটা নেহাত ছোট নয়। কলেজস্ট্রিট থেকে যাদবপুর–রাজপথ দখলের অধিকার নিয়ে পথে নামবেন তাঁরা।

এরই মধ্যে প্রযোজক রানা সরকার রেখেছেন এক আর্তি। তাঁর কথায়, “সাধারণের আন্দোলন, সেলিব্রিটিদের ফ্যাশন প্যারেড নয়: কাল রাতে পথে জনজাগরণ মেয়েদের সুরক্ষার দাবিতে । এই আন্দোলন সব পাড়া সব বাড়ির সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষ ও তার পরিবার বন্ধু বান্ধবের সুরক্ষা অধিকারের লড়াই। রাস্তা অফিস কাছারি পাড়ার মোড়-এ প্রতিদিন যেসব অসংখ্য মেয়েদের হেনস্থা চাপা পড়ে যায় তাদের কথা বলতে মিডিয়ার সামনে এগিয়ে দিন, তাদের আস্থা ফিরিয়ে দিতে সাহস জোগান। এই অধিকার রক্ষার লড়াইয়ে পাশে আছি”।

শুধু যে তিনি পাশে আছেন তা নয়, রাস্তা দখলের অধিকারে আগামী কাল মেয়েদের সঙ্গে পথে নামছেন পুরুষেরাও। তাঁদের সকলের একটাই আর্তি– তিলোত্তমার বিচার চাই। প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। সামনে আসছে একের পর এক নয়া মোড়। প্রতিবাদে সামিল তারকরাও। আগামীকাল রাজপথ থেকে অলিগলি এক হবেন মেয়েরা। সঙ্গে থাকবেন পুরুষরাও। রাজপথ দখলের অধিকারে ডাক দিয়েছেন সকলেই। বিচার শেষমেশ মিলবে কি? এই উত্তরের আশায় গোটা দেশবাসী।