মাত্র ১৮ মাস বয়স আলিয়া ভাট এবং রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। তাঁর জীবনে বড় বদল ঘটতে চেলেছে এই দীপাবলিতেই। দিনরাত পাল্টাবে রাহার। কী ঘটতে চলেছে জনপ্রিয় তারকা সন্তানের জীবনে? জানা যাচ্ছে, বাসস্থান পাল্টাবেন আলিয়া এবং রণবীর। তাঁরা এই মুহূর্তে থাকেন কাপুরদের ‘বাস্তু’ বাড়িতে। এই বাড়ির ছাদেই একে-অপরকে বিয়ে করেছিলেন আলিয়া-রণবীর। আলিয়ার সঙ্গে সেই বাড়িতেই লিভ টুগেদার করেছিলেন রণবীর। বিয়ের পর সেই বাড়িতেই থাকেন। জন্মের পর থেকে সেখানেই রয়েছে রাহাও। এবার তাঁদের বাড়ি পাল্টাচ্ছে।
সকলেই জেনে গিয়েছেন, ২৫০ কোটি টাকার একটি বাংলোর মালিকানা এখন রাহা কাপুরের। সেই বাড়ির নাম এতদিন ছিল কৃষ্ণরাজ। রণবীরের ঠাকুরদা রাজ কাপুর এবং ঠাকুমার নামে নামকরণ হয়েছিল বাড়ির। সেই বাড়িতে বড় হয়েছে রণবীর এবং তাঁর দিদি ঋদ্ধিমা কাপুর। তাঁদের বাবা-মা ঋষি কাপুর এবং নিতু কাপুরের সংসারও ছিল সেই বাড়িতেই। সেই বাড়ির মেরামতির কাজটিও শুরু করেছিলেন ঋষি-নিতু। পরবর্তীতে জানা গিয়েছে, বাড়ির মেরামতির কাজে হাত দিয়েছেন আলিয়া-রণবীরও। কাজের ফাঁকে তদারকিও করতে দেখা যায় তাঁদের। মাঝেমধ্যে এসে তদারকি করেন নিতুও। বাড়ির মেরামতি শেষ হয়েছে। টুকটাক টাচআপ চলছে। আগামী দীপাবলির আগেই তাঁরা স্থান পরিবর্তন করবেন। তখন থেকেই রাহার নতুন ঠিকানা হবে এই বাড়ি, যে বাড়ির মালিক এখন থেকেই সে…।