বাবা ঋষি কাপুরের পারলৌকিক কাজে গত বৃহস্পতিবার অংশ নিয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর। দিদি ঋদ্ধিমা কাপুরের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল পরিবারের সবার সঙ্গে বসেই পুজো করছেন তিনি। এর পরেই প্রশ্ন ওঠে তবে কি রণবীর কোভিড মুক্ত? কাকা রণধীর কাপুর সে কথা প্রকাশ্যে এনেছিলেন।সংবাদসংস্থাকে রণধীর জানান, ইতিমধ্যেই রণবীরের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি নিজে রণবীরের সঙ্গে দেখাও করেছেন। তাঁর কথায়, “আগের থেকে অনেকটাই ভাল আছে রণবীর। আমি ওর সঙ্গে দেখাও করেছি।”
রণবীর এখন পুরোপুরি সুস্থ। ধীরে ধীরে কাজে ফেরার তোরজোড় শুরু করে দিয়েছেন। কোভিডের পর সোমবারই বাড়ির বাইরে প্রথম পা রাখলেন তিনি। গিয়েছিলেন প্রযোজক আরতি শেট্টির বাড়িতে মিটিং করতে। বাইরে বেরতেই সাংবাদিকদের ক্যামেরাবন্দী হয়ে যান তিনি। ছবিতে দেখা যায় গাড়ির ভেতর মাস্ক পরে বসে আছেন রণবীর। তিনি যে ভাল আছেন সেটাই সাংবাদিকদের হাতের মুদ্রা করে দেখান।
রণবীর কাপুরের হাতে এখন পর পর ছবি। পরিচালক লুভ রঞ্জনের ছবির শুটিং করছিলেন তিনি। এই ছবির প্রযোজক ভূষণ কুমার। ছবিতে রণবীরের বিপরীতে আছেন শ্রদ্ধা কাপুর। কিন্তু ছবির শুটিং এখনও কিছুটা বাকি। শোনা যাচ্ছে লুভ রঞ্জনের ছবির শুটিং শেষ করেই রণবীর ‘অ্যানিমাল’-এর শুটিং শুরু করবেন। ছবিটি একটি গ্যাংস্টার-ড্রামা। ‘অ্যানিমাল’ পরিচালনা করছেন ‘কবীর সিং’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবিতে রণবীর ছাড়াও আছেন পরিণীতি চোপড়া, অনিল কাপুর এবং ববি দেওল। ববি এই ছবিতে একজন ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন। ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘সামশেরা’-ও তাঁর পাইপলাইনে আছে।
আরও পড়ুন :দেশে ফিরেই কঠোর সাধনা শুরু করবেন জাহ্নবী কাপুর, কীসের জন্য জানেন?