দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রণধীর কাপুর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। যদিও হাসপাতাল সূত্রে খবর, ভাল আছেন অভিনেতা। পর্যবেক্ষণের জন্য আরও দিন কয়েক যদিও থাকতে হতে পারে হাসপাতালে।
হাসপাতালে থাকাকালীনই রণবীর নিজেই কথা বলেছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁকে অক্সিজেন দিতে হয়নি। যদিও তাঁর জ্বর এসেছিল। তাঁর কথায়, “কখনই শ্বাসকষ্ট অনুভূত হয়নি। আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছি আমি।” যদিও দেশ জুড়ে চরম বেড-অক্সিজেন সঙ্কটের মধ্যেও ‘প্রায় সুস্থ’ রণধীর কেন হাসপাতালে তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও পাল্টা যুক্তি, বয়স এখানে ফ্যাক্টর, তাই সে কারণেই রিস্ক নিতে চাইছেন না মেয়ে করিনা এবং করিশ্মা।
দু’দিন আগেই আদরের ভাই ঋষি কাপুরকে হারানোর এক বছর পার করলেন রণধীর। এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে রণধীর বলেন, “গত বছর আমার জীবনের অন্যতম খারাপ অধ্যায় কাটিয়েছি। মাত্র দোষ মাসের মধজ্যে আমার দুই ভাই চিন্টু(ঋষি কাপুর) এবং চিম্পু (রাজিব কাপুর) কে হারালাম। আড়াই বছরের মধ্যে আমার মা কৃষ্ণা কাপুরকেও হারিয়েছি আমি।” শোনা যাচ্ছে নিজের শরীরও দুর্বল থাকার কারণে খুব শীঘ্রই চেম্বুরে নিজের পৈতৃক বাড়ি বিক্রি করে বান্দ্রাতে মেয়ে করিনা, করিশ্মা এবং স্ত্রী ববিতার কাছাকাছি শিফট করার প্ল্যানে রয়েছেন প্রবীণ ওই অভিনেতা।