“সোহিনী যেখানেই থাকুক, যাঁর সঙ্গেই থাকুক, ও যেন সবসময় সুখী থাকে। এটাই আমার অন্তরের কামনা”– প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকারের বিয়ের দিন টিভিনাইন বাংলাকে এমনটাই বলেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। তিনি ভাল আছেন কিনা এ নিয়ে যখন তাঁর ভক্তদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ তখন নিজেই জানিয়েছিলেন একদমই ভাল আছেন তিনি। সোহিনীর বিয়ের দিন দুয়েক পর। কেমন আছেন রণজয়? তাঁর ইনস্টা প্রোফাইলে ঢুঁ দিতেই চোখে পড়ল এক অন্য চিত্র। যা করেননি কোনওদিন এবার তাই-ই করলেন রণজয়! অতীত আঁকড়ে থাকা নয় বরং ডিজিটাল যুগে নিজেকে খানিক করে ফেললেন ‘আপডেট’।
বছর খানেক আগেও সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় ছিলেন না রণজয়। তবে হঠাৎ করেই আমূল পরিবর্তন। রিল করতে শুরু করেছেন তিনি। আর সেই রিলের ভিডিয়োর ছবি শেয়ার করেই রণজয় লিখেছেন, “যদিও আমি এই সব ব্যাপারে খুব একটা ভাল নই, তবে এই রিলটা ট্রেন্ড করছে। ভীষণ ভাল লেগেছে।”
গত ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগণার এক ফার্মহাউজে বিয়ে করেছেন সোহিনী ও শোভন। শোভনের আগে দীর্ঘদিন রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী। লিভ ইন করতে তাঁরা। কিন্তু বছর দুয়েক আগে সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও সম্পর্ক কেন ভাঙে তা নিয়ে মুখ খোলেননি কেউই। গত বছর এরকমই এক ভরা বর্ষায় শোভনের সঙ্গে প্রেম শুরু হয়েছিল সোহিনীর। অবশেষে সেই প্রেম পেয়েছে পূর্ণতা। নতুন কনে সোহিনী গায়ককে নিয়ে দারুণ খুশি।