রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ থেকে ব্রেক নিয়ে চেন্নাই উড়ে গিয়েছিলেন রণবীর সিং। সূত্রের খবর, “রণবীর ব্রেক নিয়ে ট্রিপে বেড়িয়ে পড়েছেন। চেন্নাইতে রণবীর দক্ষিণী পরিচালক এস. শঙ্কর এবং তাঁর টিমের সঙ্গে নতুন প্রোজেক্ট নিয়ে কথা বলতে গিয়েছেন। তাঁরা রণবীরকে সেই প্রোজেক্টে মুখ্য চরিত্রে হিসেবে চাইছেন।”
আরও পড়ুন পরিচালক থেকে সহ-অভিনেতা, প্রয়াত সুশান্তকে উৎসর্গ করলেন জাতীয় পুরস্কার
নিজের কেরিয়ারগ্রাফে নতুন এক মাত্রা দিতে চান রণবীর সিং। এবং সে কারণেই প্যান-ইন্ডিয়া ছবিতে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু এখন রণবীর সিংয়ের পরিচালক শঙ্করের সঙ্গে এই আলাপ-আলোচনা এক ইতিবাচক পথ দেখাচ্ছে। এস শঙ্কর এর আগে রজনীকান্ত অভিনীত ‘রোবোট’-এর ফ্রাঞ্চাইজি পরিচালনা করেছেন। শোনা যাচ্ছে শঙ্কর তাঁর পরিচালিত ছবি ‘আন্নিয়ান’ (২০০৫) হিন্দি রিমেক করতে চলেছেন। সেই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন রণবীর।
আরও খবর, হিন্দি রিমেকে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয়ে থাকছেন কিয়ারা আদবানী। তবে রণবীর-কিয়ারা দুজনেই এখনও শুটিংয়ে ব্যস্ত। রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ এবং করণ জোহর এর পরের ছবিতে দেখা যাবে রণবীরকে। অন্যদিকে কিয়ারা আদবানী ও কার্তিক আরিয়ানে ‘ভুল ভুলাইয়া-২’ ছবির শুটিংয়ে ব্যস্ত। তাঁরা দু’জন পুরোপুরিভাবে ফ্রি হওয়ার পরেই শঙ্করের শুটিং শুরু হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে রণবীর এবং কিয়ারা এই প্রথম কোনও ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন।
‘আন্নিয়ান’ ফিল্মটির সঙ্গে ভারতীয় দর্শক পরিচিত। বড় স্যাটেলাইট হিট ছিল হিন্দি ডাবড ছবি ‘অপরিচিত’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা বিক্রম।
রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ থেকে ব্রেক নিয়ে চেন্নাই উড়ে গিয়েছিলেন রণবীর সিং। সূত্রের খবর, “রণবীর ব্রেক নিয়ে ট্রিপে বেড়িয়ে পড়েছেন। চেন্নাইতে রণবীর দক্ষিণী পরিচালক এস. শঙ্কর এবং তাঁর টিমের সঙ্গে নতুন প্রোজেক্ট নিয়ে কথা বলতে গিয়েছেন। তাঁরা রণবীরকে সেই প্রোজেক্টে মুখ্য চরিত্রে হিসেবে চাইছেন।”
আরও পড়ুন পরিচালক থেকে সহ-অভিনেতা, প্রয়াত সুশান্তকে উৎসর্গ করলেন জাতীয় পুরস্কার
নিজের কেরিয়ারগ্রাফে নতুন এক মাত্রা দিতে চান রণবীর সিং। এবং সে কারণেই প্যান-ইন্ডিয়া ছবিতে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু এখন রণবীর সিংয়ের পরিচালক শঙ্করের সঙ্গে এই আলাপ-আলোচনা এক ইতিবাচক পথ দেখাচ্ছে। এস শঙ্কর এর আগে রজনীকান্ত অভিনীত ‘রোবোট’-এর ফ্রাঞ্চাইজি পরিচালনা করেছেন। শোনা যাচ্ছে শঙ্কর তাঁর পরিচালিত ছবি ‘আন্নিয়ান’ (২০০৫) হিন্দি রিমেক করতে চলেছেন। সেই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন রণবীর।
আরও খবর, হিন্দি রিমেকে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয়ে থাকছেন কিয়ারা আদবানী। তবে রণবীর-কিয়ারা দুজনেই এখনও শুটিংয়ে ব্যস্ত। রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ এবং করণ জোহর এর পরের ছবিতে দেখা যাবে রণবীরকে। অন্যদিকে কিয়ারা আদবানী ও কার্তিক আরিয়ানে ‘ভুল ভুলাইয়া-২’ ছবির শুটিংয়ে ব্যস্ত। তাঁরা দু’জন পুরোপুরিভাবে ফ্রি হওয়ার পরেই শঙ্করের শুটিং শুরু হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে রণবীর এবং কিয়ারা এই প্রথম কোনও ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন।
‘আন্নিয়ান’ ফিল্মটির সঙ্গে ভারতীয় দর্শক পরিচিত। বড় স্যাটেলাইট হিট ছিল হিন্দি ডাবড ছবি ‘অপরিচিত’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা বিক্রম।