Rashmika Mandana: ‘এবার খুশি খুশি অবসরও নিতে পারি!’ হুইলচেয়ারে বসে এমন কেন বললেন রশ্মিকা?

কয়েক সপ্তাহ আগে জিম কসরৎ করতে গিয়ে পায়ে চোট পান রশ্মিকা। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছিলেন। এমনকী, এই চোটের কারণেই সলমনের সিকন্দর ছবির শুটিং থেকে কয়েকদিন বিরতি নিয়েছেন তিনি।

Rashmika Mandana: এবার খুশি খুশি অবসরও নিতে পারি! হুইলচেয়ারে বসে এমন কেন বললেন রশ্মিকা?

|

Jan 23, 2025 | 1:32 PM

পুষ্পার শ্রীবল্লি হয়ে ন্যাশনাল ক্রাশ হয়েছিলেন। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধে বলিউডের মন কেড়েছেন দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা। সেই রশ্মিকাই যদি অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার কথা বলেন, তাহলে! নাহ, কোনও গুঞ্জন নয়। সম্প্রতি নিজের মুখেই একথা বললেন রশ্মিকা মান্দানা।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি রশ্মিকা মান্দানার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, হুইলচেয়ারে বসে মুম্বই বিমানবন্দর থেকে বের হচ্ছেন। আসলে, পুষ্পার শ্রীবল্লি ওরফে রশ্মিকা এতটাই প্রফেশনাল যে, অসুস্থতাকে একপাশে রেখে ছবির প্রচারে এগিয়ে এসেছেন। এমনকী, ছাবার ট্রেলার লঞ্চে হুইলচেয়ারে বসেই মঞ্চে উঠলেন। আর সেখানেই স্পষ্ট বললেন এমন কথা।

ছাবা ছবিতে ছত্রপতি শিবাজির স্ত্রী যশুবাঈয়ের চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে। সেই চরিত্রে অভিনয় করে আপ্লুত রশ্মিকা। ট্রেলার লঞ্চের ফাঁকে রশ্মিকা জানালেন, একজন দক্ষিণী মেয়ে হয়ে, শিবাজির স্ত্রীর চরিত্র করার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল। আর তা করতে পেরে আমি খুবই গর্বিত। এখন তো মনে হচ্ছে, সব স্বপ্নপূরণ। খুশি খুশি অবসর নিতেই পারি। কোনও দুঃখ থাকবে না।

কয়েক সপ্তাহ আগে জিম কসরৎ করতে গিয়ে পায়ে চোট পান রশ্মিকা। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছিলেন। এমনকী, এই চোটের কারণেই সলমনের সিকন্দর ছবির শুটিং থেকে কয়েকদিন বিরতি নিয়েছেন তিনি। তারই মাঝে ‘ছাবা’ ছবির প্রচার।

শিবাজি সাওয়ান্তের ছাবা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি । রিলিজ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উতকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা।