AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: আঙুলে ওটা কী? প্রশ্ন শুনে লজ্জায় লাল রশ্মিকা, তারপর…

এবার ভাইরাল তাঁর আঙুলে ঝলমল করা একটি আংটি এবং সেই সঙ্গে অভিনেতা বিজয় দেবরকোন্ডার নাম। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন অভিনেতা জগপতি বাবুর জনপ্রিয় টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-তে, নিজের আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’–এর প্রচারের জন্য।

Viral Video: আঙুলে ওটা কী? প্রশ্ন শুনে লজ্জায় লাল রশ্মিকা, তারপর...
| Edited By: | Updated on: Nov 04, 2025 | 2:36 PM
Share

বেশ কিছু দিন ধরেই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা চর্চার কেন্দ্রে। কারণ গোপনে বাগদান। তবে সেই খবর খুব বেশিদিন চেপে রাখা যায়নি। ছবি সামনে না এলেও তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। আর এবার ভাইরাল তাঁর আঙুলে ঝলমল করা একটি আংটি এবং সেই সঙ্গে অভিনেতা বিজয় দেবরকোন্ডার নাম। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন অভিনেতা জগপতি বাবুর জনপ্রিয় টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-তে, নিজের আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’–এর প্রচারের জন্য। আর সেখান থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তাঁর হাতের এনগেজমেন্ট রিং।

শো চলাকালীন রশ্মিকার আঙুলে থাকা হীরের আংটিটি সকলের নজর কাড়ে। তিনি যখন দর্শকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখনই ঝলমল করছিল সেই আংটি। সুযোগ বুঝে সঞ্চালক জগপতি বাবু খুনসুটি করে বলেন, “তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবরকোন্ডা—বন্ধু, বিজয় সেতুপতি—ভক্ত, আর থালাপথি বিজয়—চিরকালের ফ্যান। মনে হচ্ছে তুমি ‘বিজয়’ আর ‘বিজয়ম্’ (সাফল্য) দুটোই দখল করে নিয়েছ!”—এই কথায় লজ্জায় লাল হয়ে যান রশ্মিকা।

এরপর যখন জগপতি তাঁর আঙুলে থাকা আংটিগুলির বিষয়ে জানতে চান, রশ্মিকা হেসে বলেন, “এই আংটিগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।” সঞ্চালক আরও একটু খোঁচা দিয়ে বলেন, “নিশ্চয়ই এর মধ্যে একটা তোমার প্রিয়, আর সেটির পিছনে একটা বিশেষ গল্প আছে!” দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে রশ্মিকা মুচকি হেসে বলেন, “আমি এই মুহূর্তটা বেশ উপভোগ করছি।” আর এই বিশেষ মুহূর্ত পলকে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।

View this post on Instagram

A post shared by Zee Telugu (@zeetelugu)

পরে Zee5-এর অফিসিয়াল পেজেও সেই ক্লিপ শেয়ার করে মজার ক্যাপশন লেখা হয়—“ওই আংটিটা কে দিয়েছে, কেউ বলো তো!” নেটিজেনরাও সেই মজার খেলায় যোগ দেন। উল্লেখ্য, রশ্মিকা ও বিজয় দেবরকোন্ডা চলতি বছরের অক্টোবর মাসে হায়দরাবাদে একান্ত অনুষ্ঠানে আংটি বদল করেন বলে জানা গিয়েছে। বিজয়ের ঘনিষ্ঠ সূত্র খবর, দু’জনের বিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্পন্ন হতে পারে। তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল ‘গীতা গোবিন্দম’ (২০১৮) এবং ‘ডিয়ার কমরেড’ (২০১৯) ছবির শুটিংয়ের সময় থেকেই। তারপর সবটাই সকলের জানা।