‘গর্ভের সন্তান প্রোটেক্ট করব!’, বিয়ের আগেই মাতৃত্ব নিয়ে সরব রশ্মিকা
গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই খবরই রটে গিয়েছে। এমনকী, শোনা গিয়েছে, এবারের দিওয়ালি নাকি একসঙ্গেই উদযাপন করেছেন এই তারকা জুটি। তবে বিজয়ের সঙ্গে বাগদান নিয়ে রশ্মিকা মুখ না খুললেও, মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা চিন্তা শেয়ার করলেন অভিনেত্রী।

বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নাকি চুপি চুপি বাগদান সেরে ফেলেছেন রশ্মিকা মান্দানা। অন্তত, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই খবরই রটে গিয়েছে। এমনকী, শোনা গিয়েছে, এবারের দিওয়ালি নাকি একসঙ্গেই উদযাপন করেছেন এই তারকা জুটি। তবে বিজয়ের সঙ্গে বাগদান নিয়ে রশ্মিকা মুখ না খুললেও, মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা চিন্তা শেয়ার করলেন অভিনেত্রী।
বেশ কয়েক বছর ধরেই রশ্মিকা ও বিজয় প্রেমের সম্পর্কে আবদ্ধ। তবে এই নিয়ে প্রকাশ্যে কখনই কিছু বলতে শোনা যায় না রশ্মিকা বা বিজয় কাউকেই। তবে গত বছর অক্টোবর মাসে হঠাৎই শোনা যায়, দুজনে বাগদান করেছেন। এমনকী, দুজনের হাতেই বাগদানের আংটি লক্ষ্য করেছে অনুরাগীরা।
ঠিক এরই মাঝে মাতৃত্ব নিয়ে মুখ খুললেন রশ্মিকা। রশ্মিকা বলেন, ”আমি এখনও মা হয়নি। কিন্তু নিজের অনাগত সন্তানদের যেন এখনই অনুভব করতে পারি। মনে হয়, এখন থেকেই আমি ওদের বড় করছি। একেবারে সুরক্ষিত রাখতে চাই ওদের। যদি ওদের জন্য আমার যুদ্ধেও যেতে হয়, তাহলে সেটাও যাব। গর্ভের সন্তানদের নিয়ে এখন থেকেই প্রোটেক্টিভ হতে চাই।”
সম্প্রতি রশ্মিকা তাঁর ভবিষ্যতের প্ল্যান নিয়েও কথা বলেছেন। রশ্মিকা বলেন, আমি ৩০ বছর হলেই অবসর নেব অভিনয় জীবন থেকে। তারপর পুরো পরিবারকে সময় দেব। কাজের বিষয়টা কমিয়ে নিয়ে আসব। জীবনকে চুটিয়ে উপভোগ করতে চাই। প্রত্যেকটি অধ্যায়কে ভাল করে বাঁচতে চাই। তাই আগে থেকেই নিজের মতো করে প্ল্যান করে নিয়েছি।
