AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিজয়কেই বিয়ে করছি…’, আর লুকোছাপা নয়, খুল্লমখুল্লা কী বলে ফেললেন রশ্মিকা?

শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই নাকি চার হাত এক হবে বিজয় ও রশ্মিকার। উদয়পুরের এক প্য়ালেসেই নাকি বিয়ের আসর বসবে এই তারকা জুটি। তবে এখবর ঝড়ের বেগে রটে গেলেও, বিয়ে, প্রেম, এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজয় ও রশ্মিকা দুজনেই।

'বিজয়কেই বিয়ে করছি...', আর লুকোছাপা নয়, খুল্লমখুল্লা কী বলে ফেললেন রশ্মিকা?
| Updated on: Nov 08, 2025 | 2:14 PM
Share

দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম, বাগদান, বিয়ে নিয়ে বেশ কয়েকমাস ধরেই টিনসেন টাউনে শোরগোল। শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই নাকি চার হাত এক হবে বিজয় ও রশ্মিকার। উদয়পুরের এক প্য়ালেসেই নাকি বিয়ের আসর বসবে এই তারকা জুটি। তবে এখবর ঝড়ের বেগে রটে গেলেও, বিয়ে, প্রেম, এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজয় ও রশ্মিকা দুজনেই। রশ্মিকার ও বিজয়ের হাতের বাগদানের আংটিই কিন্তু সব গুঞ্জনের জবাব দিচ্ছেন। তবে এবার আর রশ্মিকা চুপ থাকলেন না, বরং বিয়ে নিয়ে খুল্লমখুল্লা বলেই দিলেন রশ্মিকা।

শুক্রবার মুক্তি পেয়েছে রশ্মিকা মান্দানার নতুন ছবি গার্লফ্রেন্ড। ইতিমধ্য়েই এই ছবি বক্স অফিসে সারা ফেলেছে। এই ছবিরই প্রচারে এসে সাংবাদিকের প্রশ্নে, বিয়ে, জীবন সঙ্গী নিয়ে কথা বললেন রশ্মিকা। রশ্মিকা বলেন, ”আমি এমন একজন সঙ্গী চাই, যে কিনা আমার সবচেয়ে ভাল বন্ধু হবে। যাঁর সঙ্গে মজা করতে পারব, ঝগড়া করতে পারব। যাঁকে মন খুলে সব বলতে পারব। দুজনের চিন্তাভাবনার মধ্য যেন একটা খোলাখুলি প্রকাশ থাকে। দুজনেই যেন দুজনকে সমৃদ্ধ করতে পারি। ”

ঠিক এই সময়ই সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, তাহলে কী এরকম সঙ্গীই হলেন বিজয়? রশ্মিকা মিষ্টি হেসে স্পষ্ট জানান, আমি কী আর বলব, আপনারা তো সবটা জানান, হয়তো বিজয়কেই বিয়ে করব আমি!

শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ রাজস্থানের উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করছেন এই তারকা যুগল। যদিও এই বিষয় তাঁরা মুখ খোলেননি। তবুও নেটপাড়ায় এখন চর্চায় এই তারিখ। অধিকাংশ সেলিব্রিটির ক্ষেত্রেই বিয়ের দিনক্ষণ গোপন করে রাখা হয়। যদিও প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়া মারফত লিক হওয়া নতুন নয়। তাই সত্যি এই তারিখে তাঁরা সাত পাকে বাঁধা পড়ছেন কি না, তা ফেব্রুয়ারির শেষেই বোঝা যাবে।