নায়কের ঠোঁটে ঠোঁট ছুঁতেই গুলিয়ে ওঠে রবিনার গা! ‘… পারছিলাম না’

May 23, 2024 | 3:13 PM

Raveena Tandon: রবিনা টন্ডন-- ৯০দশকের এই লাস্যময়ী নায়িকা শিফন শাড়িতে কেড়েছেন কত ঘুম। সুঅভিনয়ের জেরে নিজেকে প্রমাণ করেছেন বারংবার। এই রবিনার সঙ্গে কেরিয়ারের 'পিক টাইমে' ঘটে যায় এমন এক ঘটনা যা নিয়ে আজও তাঁর হয় অনুশোচনা। কী এমন ঘটেছিল সেদিন? কেন ভেঙে পড়েছিলেন অভিনেত্রী?

নায়কের ঠোঁটে ঠোঁট ছুঁতেই গুলিয়ে ওঠে রবিনার গা! ... পারছিলাম না
নায়কের ঠোঁটে ঠোঁট ছুঁতেই গুলিয়ে ওঠে রবিনার গা!

Follow Us

রবিনা টন্ডন– ৯০দশকের এই লাস্যময়ী নায়িকা শিফন শাড়িতে কেড়েছেন কত ঘুম। সুঅভিনয়ের জেরে নিজেকে প্রমাণ করেছেন বারংবার। এই রবিনার সঙ্গে কেরিয়ারের ‘পিক টাইমে’ ঘটে যায় এমন এক ঘটনা যা নিয়ে আজও তাঁর হয় অনুশোচনা। কী এমন ঘটেছিল সেদিন? কেন ভেঙে পড়েছিলেন অভিনেত্রী?

অভিনয়ের শুরু থেকেই ‘নো কিসিং পলিসি’ নিয়েছিলেন রবিনা। অর্থাৎ অনস্ক্রিন কোনও নায়কের ঠোঁটে ত্তিনি চুমু খাবেন না। কিন্তু যা ভাবা হয়, তাই কি সব সময় হয়? অঘটন তো আর বলে কয়ে আসে না। এক অভিনেতার সঙ্গে ধ্বস্তাধস্তির শুটিং করছিলেন তিনি। সেই দৃশ্যের শুট করতে গিয়ে আচমকাই সেই নায়কের ঠোঁট ছুঁয়ে ফেলে তাঁর ঠোঁট। রবিনার কথায়, “খনও মনে আছে, এক অভিনেতার সঙ্গে ধস্তাধস্তির এক দৃশ্য শুট করছিলাম আমি। এখনও মনে আছে হঠাৎ করেই আমার ঠোঁট তাঁর ঠোঁট ছুঁয়ে ফেলে। আমার ভুল ছিল। এসবের কোনও দরকার ছিল না। আমি আমার ঘরে যাই, আমার বমি পাচ্ছিল। ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি সহ্য করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, যাও গিয়ে ব্রাশ কর, ১০০ বার তোমার মুখ ধোও।”

নিজের মধ্যে অস্বস্তিতে যেন মরমে মরে যাচ্ছিলেন তিনি। রবিনা জানান, পরবর্তীতে সেই অভিনেতা তাঁর কাছে ক্ষমা চেয়ে নিলেও সেই অস্বস্তি কাটেনি। যদিও সেই অভিনেতার নাম নেননি তিনি, গোপনেই রেখেছেন।

Next Article