‘লাডলা’ ছবির সেটে ঘুরত দিব্যা ভারতীর আত্মা? রবিনার দাবি শিউরে ওঠার মতো
ইউনিটের সকল সদস্য সেদিন মন্ত্র পাঠ করেছিলেন। নারকেল ফাটানো হয়েছিল, সেটা শুভ মনে করা হয় বলে। নতুন কিছুর শুরুতে যেভাবে পুজোর সময়ে নারকেল ফাটানো হয়, সেটাই করা হয়েছিল। এরপর অবশ্য শুটিং এগিয়ে গিয়েছিল তরতর করে। ছবিটা যখন মুক্তি পায় তখন ব্লকবাস্টার হয়েছিল। তাই মনে করা হয়, এই ছবির সঙ্গে দিব্যা ভারতীর আশীর্বাদ ছিল।

বলিউডের ছবির সেটে বহু বিস্ময়কর ঘটনা ঘটেছে, বিজ্ঞান যার ব্যাখ্যা করতে পারে না। এমনই একটা ঘটনা ঘটেছিল লাডলা ছবির সেটে। সুপারহিট হয়েছিল ছবিটা যখন মুক্তি পায়। অনিল কাপুর, রবিনা ট্যান্ডনের সঙ্গে এই ছবিতে ছিলেন দিব্যা ভারতী। দিব্যা তখন নায়িকা হিসাবে বলিউডে সকলের চোখের মণি। লাডলা ছবির জন্য শুটিং শুরু করেছিলেন দিব্যা। তারপর হঠাত্ মৃত্যু। বাড়ির খোলা অংশ থেকে একদম নীচে পড়ে তাঁক দেহ। যে মৃত্যু ঘিরে বলিউডে আজও রহস্য।
দিব্য়া শুটিং করে ফেলেছিলেন কিছু দৃশ্যের। কিন্তু তাঁর মৃত্যুর পর ছবিতে কাজ করতে শুরু করেন শ্রীদেবী। রবিনা ট্যান্ডন একটা সাক্ষাত্কারে বলেছেন, ”দিব্যা ভারতী যখন এই ছবির জন্য শুটিং করছিলেন, তখন একটা নির্দিষ্ট সংলাপ বলতে গিয়ে আটকাচ্ছিলেন। মৃত্যুর পর শ্রীদেবী সেই অংশের শুটিং করেন। যখন শুটিং শুরু হয়, তখন শ্রীদেবী ঠিক সেই সংলাপ বলতে গিয়ে আটকে যান, যে সংলাপে আটকেছিলেন দিব্যা। শুটিং ফ্লোরের সকলে তখন চমকে যান। অনেকে সেই মুহূর্তে শিহরিত হন, কিছুর উপস্থিতি অনুভব করে।”
ইউনিটের সকল সদস্য সেদিন মন্ত্র পাঠ করেছিলেন। নারকেল ফাটানো হয়েছিল, সেটা শুভ মনে করা হয় বলে। নতুন কিছুর শুরুতে যেভাবে পুজোর সময়ে নারকেল ফাটানো হয়, সেটাই করা হয়েছিল। এরপর অবশ্য শুটিং এগিয়ে গিয়েছিল তরতর করে। ছবিটা যখন মুক্তি পায় তখন ব্লকবাস্টার হয়েছিল। তাই মনে করা হয়, এই ছবির সঙ্গে দিব্যা ভারতীর আশীর্বাদ ছিল।
