আজ তিনি সফল, তাঁর অসুস্থতার খবরে হাসপাতালে দৌড়ে যান সলমন খান, আপামর ভক্ত সুস্থতা কামনায় প্রার্থনা করে এক মনে। কিন্তু একটা সময় গায়ের রঙ নিয়ে চরম অপমানিত হতে হয়েছিল কোরিওগ্রাফার রেমো ডি’সুজাকে। হয়েছিলেন বর্ণবিদ্বেষের শিকারও। এ বার তা নিয়েই মুখ খুললেন রেমো।
প্রথমদিকে রেমো ভেবেছিলেন ওই সব কদর্য মন্তব্যে কান দেবেন না তিনি। এড়িয়ে যাবেন। কিন্তু জীবনে যত এগিয়েছেন প্রতিবাদই হয়ে উঠেছে তাঁর হাতিয়ার। রেমো জানান, গায়ের রঙই তাঁকে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি তথাকথিত ‘কালো’ বলে বন্ধুবান্ধব থেকে শুরু করে চেনা পরিচিত নানা ধরনের অপমানজনক নামেও ডেকেছে তাঁকে।
রেমোর কথায়, “যখন বড় হলাম বুঝতে শিখলাম যা বলা হচ্ছে, যা চলছে তা সঠিক নয়। আমি উঠে দাঁড়াই। প্রতিবাদ করি। এমন জায়গায় নিজেকে নিয়ে যাই যেখানে এই সব নামে আমাকে ডাকার কেউ সাহসই পাবে না।” তবে সমাজের বিভিন্ন প্রান্তে যে বর্ণবিদ্বেষ এখনও বর্তমান সে বিষয়ে দ্বিমত নেই তাঁর।
গত বছর ডিসেম্বরে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রেমো। হৃদযন্ত্রে ব্লকেজও পাওয়া গিয়েছিল। দিন কয়েক পর সুস্থ হয়ে ছাড়া পান রেমো। দু’মাস পর ক্রমশ স্বাভাবিক ছন্দ ফিরলেও ডাক্তারের পরামর্শ মতো রেমোকে মেনে চলতে হচ্ছে কড়া রুটিন।