কেমন আছেন রেমো? জানালেন স্ত্রী লিজেল

স্বরলিপি ভট্টাচার্য | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 12, 2020 | 2:16 PM

নোরা ফতেহি, গীতা কপূর, টেরেন্স লিউইসের মতো রেমোর সহকর্মীরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কেমন আছেন রেমো? জানালেন স্ত্রী লিজেল
রেমো ডিসুজা।

Follow Us

শুক্রবার বিকেলে আচমকাই হৃদরোগে আক্রান্ত হওয়ায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করতে হয় বলিউড কোরিওগ্রাফার রেমো ডি’সুজাকে (Remo Dsouza। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন অনুরাগীরা। শনিবার সকালে রেমোর স্ত্রী লিজেল সংবাদমাধ্যমে বলেন, “ও আগের থেকে ভাল আছে।”

লিজেল গতকাল বলেছিলেন, “একটা হার্ট ব্লকেজ ধরা পড়েছে। রেমো আইসিইউতে ভর্তি রয়েছেন। প্লিজ প্রার্থনা করুন, আগামী ২৪ ঘন্টা ভীষণ গুরুত্বপূর্ণ।” সেই ২৪ ঘণ্টা এখনও কাটেনি।তবে আগের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন তিনি।নোরা ফতেহি, গীতা কপূর, টেরেন্স লিউইসের মতো রেমোর সহকর্মীরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই দুঃসময়ে সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি

হাসপাতাল সূত্রে খবর, রেমোর হার্টে ব্লকেজ রয়েছে। ইতিমধ্যেই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান অভিনেতা আমির আলি এবং তাঁর ছাত্র, নৃত্যশিল্পী ধর্মেশ।রেমোর বহু ছাত্র-ছাত্রী হাসপাতালে যেতে চাইলেও করোনা পরিস্থিতির কারণেই দূর থেকে খবর নিচ্ছেন তাঁরা।

‘স্ট্রিট ডান্সার- থ্রি ডি ’, ‘রেস-থ্রি’, ‘এ ফ্লাইয়িং জাট’, ‘এ বি সিডি -২’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ‘কিক’, ‘জিরো’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো ছবিতে কোরিওগ্রাফি করেছেন তিনি। বেস্ট কোরিওগ্রাফি বিভাগে ‘বাজিরাও মস্তানি’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান রেমো ডি’ সুজা।আপাতত তাঁর আরোগ্য কামনা করছেন ইন্ডাস্ট্রির সদস্যরা।

আরও পড়ুন, ইউভানের তিন মাসের জন্মদিন, আবেগে ভাসলেন রাজ-শুভশ্রী

Next Article