গত ১৯ ডিসেম্বর বলিউড কোরিওগ্রাফার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। একেবারে আচমকা হৃদরোগে আক্রান্ত হন রেমো। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তিও হন। প্রায় আটদিন বাদে এক যুদ্ধ কাটিয়ে বাড়ি ফেরেন রেমো। ফেরার পরে ‘হোম ওয়েলকামিং’-এর ভিডিও পোস্ট করেন রেমো।
আরও পড়ুন খোলা হাওয়ায় ভাসছেন মিমি আর কণ্ঠে রবি ঠাকুর: বড়দিনে রিলিজ হল নতুন গান
আজ বড়়দিনে স্ত্রী লিজেল একটি মিষ্টি ছবি ইনস্টাতে পোস্ট করেন। ছবিতে রেমোকে জড়িয়ে ধরে আছেন স্ত্রী লিজেল। ক্যাপশানে লেখেন, “আমার সবচেয়ে প্রিয় ক্রিসমাস উপহার…এই মুহূর্ত আমি সবসময় উপভোগ করি…এক সপ্তাহের চরাই উতরাই পেরিয়ে তোমাকে জড়িয়ে ধরা… আমি জানি তুমি সুপারওম্যান কিন্তু আমার হঠাৎ মনে হয় যে আমি একেবারে হারিয়ে যাওয়া এক শিশু। শুধু তোমার একটা কথা আমি বিশ্বাস করি, যে তুমি যোদ্ধার মতো ফাইট করবে…। সলমন খানকেও ধন্যবাদ জানানও সেই পোস্টে। তিনি লেখেন, আমি সবসময় জানতান যে আমি ও রেমো তোমার কাছে কতটা জায়গা নিয়ে রয়েছি। কিন্তু বলা এবং কিছু করে দেখানোর মধ্যে আকাশ-পাতাল তফাৎ। ধন্যবাদ, রেমোর হাসপাতালে কাটানো শেষ দিন থাকার জন্য।”
তিনি আরও লেখেন, “সবচেয়ে বড় ইমোশনাল সাপোর্ট থাকার জন্য মন থেকে সলমন খানকে ধন্যবাদ জানাতে চাই। আপনি একজন দেবদূত ধন্যবাদ পাশে থাকার জন্য।“
রেমোর উদ্দেশ্যে তিনি লেখেন, “আই লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। শুধু আমাকে এ কথার প্রমাণ সময়ে সময়ে দিতে হবে। চলো ক্রিসমাস উপভোগ করি।“