প্রয়াত পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগল। বড়দিনের আগেই মন খারাপের খবরে চোখ ভিজল ভারতীয় চলচ্চিত্র জগতের। ২৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছ’টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্যাম বেনেগল। কর্মজীবনে একের পর এক উল্লেখযোগ্য ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তাঁর সৃষ্টিকে মধ্য চলচ্চিত্র যুগ বলে উল্লেখ করা হয়। তাঁর ছবি মানেই নারীদের নিয়ে কথা। তাঁর ছবিতে নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন তিনি। ১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মান লাভ করেন তিনি। পেয়েছেন পদ্মভূষণও।
১৪ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে ৯০ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন তিনি। যেখানে নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজমি, রাজিত কাপুর, অতুল তিওয়াড়িসহ আরও অনেকেই সেই সেলিব্রেশনে উপস্থিত ছিলেন। তারই কয়েকদিনের মধ্যে সব শেষে। সূত্রের খবর কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শ্যাম বেনেগল। চলছিল চিকিৎসা। বাবার দেওয়া ক্যামেরায় প্রথম ছবি বানিয়েছিলেন তিনি মাত্র ১২ বছর বয়সে। তবে থেকেই তাঁর ছবির সঙ্গে যাত্রা শুরু। অঙ্কুর, মান্ডি, নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগটন হিরো-র মতো ছবি বানিয়েছেন তিনি। ছবিকে আন্তর্জাতিক স্তরে এক ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছিলেন শ্যাম বেনেগল। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র জগত।
Saddened by the demise of our iconic filmmaker Shyam Benegal. A pillar of Indian parallel cinema, he was loved and admired by all connoisseurs.
My condolences to his family, friends and followers.
— Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2024
চিত্রনির্মাতার প্রয়ানে শোকস্তব্ধ রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকজ্ঞাপন করেন তিনি।