করোনায় আক্রান্ত হয়েছেন আলিয়া ভাট? বিটাউনে শুরু জল্পনা

Sohini chakrabarty |

Apr 02, 2021 | 12:12 AM

গত কয়েকদিনে বলিউডের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বাপি লাহিড়ির। ফিটনেস ফ্রিক মডেল-অভিনেতা মিলিন্দ সোমনও করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়েছেন আলিয়া ভাট? বিটাউনে শুরু জল্পনা
কিছুদিন আগে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল।

Follow Us

ফের করোনার হানা বলিউডে? শোনা যাচ্ছে, এবার করোনায় আক্রান্ত হয়েছেন আলিয়া ভাট। যদিও কিছুদিন আগে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে অভিনেত্রী নিজে এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানাননি। তবে বিভিন্ন সূত্রে খবর, আলিয়া ভাট করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রণবীর কাপুর কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। তারপর খবর এসেছিল বলিউডের পরিচালক সঞ্জয় লীলা বনশালিও কোভিডে আক্রান্ত হয়েছেন। পরিচালকের সঙ্গে ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’- র শুটিং করছিলেন আলিয়া। সঞ্জয়ের করোনা আক্রান্তের খবর পাওয়ার পরই কোভিড টেস্ট করান অভিনেত্রী। তবে সেই সময় আলিয়ার রিপোর্ট এসেছিল নেগেটিভ। যদিও এবার সূত্র মারফৎ জানা গিয়েছে, কোভিড আক্রান্ত হয়েছেন মহেশ ভাটের কন্যা।

গত ১৫ মার্চ জন্মদিন ছিল আলিয়া ভাটের। তাঁর জন্য স্পেশ্যাল বার্থ ডে পার্টির প্ল্যান করেছিলেন রণবীর কাপুর এবং কাপুর খানদানের অন্যান্য সদস্যরা। তবে আচমকাই রণবীরের কোভিড রিপোর্ট পজিটিভ আসায় পিছিয়ে যায় আলিয়ার জন্মদিনের সেলিব্রেশন। অন্যদিকে, এই প্রথম আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে একসঙ্গে দেখা যাবে বাঙালি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘‘ব্রহ্মাস্ত্র’- ছবিতে। জানা গিয়েছে, ছবির শুটিং এখনও কিছুটা বাকি। তবে রণবীর করোনায় আক্রান্ত হওয়ার জন্য শুটিং পিছিয়ে গিয়েছে। অন্যদিকে ‘গাঙ্গুবাঈ’-এর শুটিংও আপাতত বন্ধ। ‘গাঙ্গুবাঈ’-এর গোটা টিমের কোভিড টেস্ট করানো হয়েছে।

গত কয়েকদিনে বলিউডের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বাপি লাহিড়ির। ফিটনেস ফ্রিক মডেল-অভিনেতা মিলিন্দ সোমনও করোনায় আক্রান্ত হয়েছেন।

Next Article