মুম্বই ছাড়লেন রিয়া চক্রবর্তী। শুক্রবার মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় বন্দী হলেন তিনি। মুখ ঢাকা ছিল মাস্কে। পরেছিলেন ফেস শিল্ডও। অন্যবারের মতো পাপারাৎজি দেখে সরে গেলেন না তিনি। বরং কথা বললেন উপস্থিত প্যাপের সঙ্গে। পরেছিলেন হাল্কা সবুজ রঙের লখনউ কুর্তা। তবে মহারাষ্ট্রে চলা জনতা কার্ফুর মধ্যে রিয়া কোথায় গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
সুশান্তকাণ্ডের পর নিজেকে পুরোপুরি গৃহবন্দী করে ফেলা রিয়া অবশেষে বাইরে বেরচ্ছেন একটু একটু করে। দিন কয়েক আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘সঞ্চয়িতা’হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন রিয়া। উৎসুক নেটিজেন প্রশ্ন তুলেছিলেন, রিয়া বাংলা পড়তে জানেন কিনা…রিয়ায় যদিও উত্তর দেননি।
গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন নেটিজেনদের একাংশের কাঠগড়ায় রাতারাতি ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন রিয়া। যদিও সে সব এখন অতীত। ক্রমশ স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছেন রিয়া চক্রবর্তী। মিশতে শুরু করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গেও। যাচ্ছেন পার্টিতেও।
সূত্রের খবর, সম্প্রতি সাকিব সালিমের জন্মদিন পালন করতে আলিবাগ গিয়েছিলেন রিয়া। সঙ্গে ছিলেন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও। সাকিব সম্পর্কে বলি অভিনেতা হুমা কুরেশির ভাই। তাই অন্যান্য বলিস্টারেরাও ওই পার্টিতে হাজির ছিলেন বলে জানা যাচ্ছে। রিয়ার ছবি ‘চেহরে’ও মুক্তির অপেক্ষায়। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, ইমরান হাসমিসহ অনেকেই।