রুমি জাফরির ক্রাইম থ্রিলার ‘চেহরে’র রিলিজের তারিখ পিছল। ঠিক ছিল ৯ এপ্রিল, তা পিছিয়ে নতুন তারিখ ৩০ এপ্রিল। ছবিতে অমিতাভ-ইমরান ছাড়াও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। ইমরানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রিয়াকে। তবে ছবির প্রমোশন রিয়াকে দেখা যাবে কি না তা নিয়ে টিমের অভ্যন্তরীন আলোচনা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন মুক্তি পেল ফারহান আখতার অভিনীত ‘তুফান’-এর টিজার, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাল বলিউড
সুশান্তের আকস্মিক মৃত্যুর পর তাঁর প্রেমিকা অর্থাৎ রিয়া চক্রবর্তীর নাম বারবার উঠে এসেছিল। জামিনে মুক্ত হওয়ার পর রিয়া নিজেকে বেশ গুটিয়েই রেখেছিলেন যাকে বলে একেবারে লো-প্রোফাইলে থেকেছেন।
চেহরে’র পরিচালক রুমি জাফরি মনে করেন যে রিয়া এবার গোটা পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, তবে রিয়ার শুভাকাঙ্ক্ষীরা মনে করেন ফিল্ম প্রচারের জন্য প্রকাশ্যে এলে তাঁকে ভিন্ন ধরণের প্রশ্নের মুখোমুখি হতে হবে।
কিছুদিন আগে ছবির টিজার মুক্তি পাওয়ার পর দেখা গেল, যে ছবির পোস্টারে রিয়া চক্রবর্তীর মুখ নেই।
পরিচালক রুমি জাফরি এক সাক্ষাৎকারে বলেন, “আমি বিশ্বাস করি (রিয়া) একজন নিরীহ শিকার। তিনি এবং তার পরিবারের কাছে এটা প্রাপ্য ছিল না। তাঁর বাবা বছরের পর বছর ধরে দেশের সেবা করে এসেছেন। ‘চেহরে’ এই সমস্ত হওয়ার (সুশান্তের মৃত্যুর করুণ পরিণতি) আগে আমি রিয়ার সঙ্গে কাজ করেছি। লকডাউনের পরে সুশান্ত ও রিয়ার সঙ্গে লন্ডনে ভাশু ভগনানীর প্রযোজক একটি প্রেমের ছবির শুটিং করার কথাও ছিল।। কিন্তু ঈশ্বরের অন্য কিছু পরিকল্পনা ছিল।
অন্য ক্ষেত্রে, এনসিবি (নার্কোটিক্স কন্ট্রোল অফ ব্যুরো) সুশান্ত সিং রাজপুত ড্রাগ মামলার বিষয়ে সম্প্রতি দায়ের করা অভিযোগে ৩৩জন সহ রিয়া চক্রবর্তীর নামও উঠে এসেছে।
এক প্রতিবেদনে এও বলা হয়েছে যে রিয়া এবং তাঁর ভাই শোমিক ছাড়াও আরও কয়েকজন এই মামলায় অভিযুক্ত। চার্জশিটে ২০০জন সাক্ষীর বক্তব্যও রয়েছে। চার্জশিটে ১২,০০০ পৃষ্ঠারও বেশি হার্ড কপির এবং ডিজিট্যাল ফরম্যাটে প্রায় ৫০,০০০ পৃষ্ঠা এনডিপিএস কোর্টে জমা পড়েছে।
রুমি জাফরির ক্রাইম থ্রিলার ‘চেহরে’র রিলিজের তারিখ পিছল। ঠিক ছিল ৯ এপ্রিল, তা পিছিয়ে নতুন তারিখ ৩০ এপ্রিল। ছবিতে অমিতাভ-ইমরান ছাড়াও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। ইমরানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রিয়াকে। তবে ছবির প্রমোশন রিয়াকে দেখা যাবে কি না তা নিয়ে টিমের অভ্যন্তরীন আলোচনা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন মুক্তি পেল ফারহান আখতার অভিনীত ‘তুফান’-এর টিজার, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাল বলিউড
সুশান্তের আকস্মিক মৃত্যুর পর তাঁর প্রেমিকা অর্থাৎ রিয়া চক্রবর্তীর নাম বারবার উঠে এসেছিল। জামিনে মুক্ত হওয়ার পর রিয়া নিজেকে বেশ গুটিয়েই রেখেছিলেন যাকে বলে একেবারে লো-প্রোফাইলে থেকেছেন।
চেহরে’র পরিচালক রুমি জাফরি মনে করেন যে রিয়া এবার গোটা পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, তবে রিয়ার শুভাকাঙ্ক্ষীরা মনে করেন ফিল্ম প্রচারের জন্য প্রকাশ্যে এলে তাঁকে ভিন্ন ধরণের প্রশ্নের মুখোমুখি হতে হবে।
কিছুদিন আগে ছবির টিজার মুক্তি পাওয়ার পর দেখা গেল, যে ছবির পোস্টারে রিয়া চক্রবর্তীর মুখ নেই।
পরিচালক রুমি জাফরি এক সাক্ষাৎকারে বলেন, “আমি বিশ্বাস করি (রিয়া) একজন নিরীহ শিকার। তিনি এবং তার পরিবারের কাছে এটা প্রাপ্য ছিল না। তাঁর বাবা বছরের পর বছর ধরে দেশের সেবা করে এসেছেন। ‘চেহরে’ এই সমস্ত হওয়ার (সুশান্তের মৃত্যুর করুণ পরিণতি) আগে আমি রিয়ার সঙ্গে কাজ করেছি। লকডাউনের পরে সুশান্ত ও রিয়ার সঙ্গে লন্ডনে ভাশু ভগনানীর প্রযোজক একটি প্রেমের ছবির শুটিং করার কথাও ছিল।। কিন্তু ঈশ্বরের অন্য কিছু পরিকল্পনা ছিল।
অন্য ক্ষেত্রে, এনসিবি (নার্কোটিক্স কন্ট্রোল অফ ব্যুরো) সুশান্ত সিং রাজপুত ড্রাগ মামলার বিষয়ে সম্প্রতি দায়ের করা অভিযোগে ৩৩জন সহ রিয়া চক্রবর্তীর নামও উঠে এসেছে।
এক প্রতিবেদনে এও বলা হয়েছে যে রিয়া এবং তাঁর ভাই শোমিক ছাড়াও আরও কয়েকজন এই মামলায় অভিযুক্ত। চার্জশিটে ২০০জন সাক্ষীর বক্তব্যও রয়েছে। চার্জশিটে ১২,০০০ পৃষ্ঠারও বেশি হার্ড কপির এবং ডিজিট্যাল ফরম্যাটে প্রায় ৫০,০০০ পৃষ্ঠা এনডিপিএস কোর্টে জমা পড়েছে।