সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরই গত কয়েক মাস ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) বলিউডে মাদক যোগ নিয়ে বিবিধ মামলার তদন্তে জুটেছে। সুশান্তের মৃত্যুঘটনার প্রায় চার মাস কেটে গিয়েছে, সিবিআই, ইডি এবং এনসিবি তাঁর তদন্তের নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছে। তবে তদন্তে যে খুব বেশি অগ্রগতি হয়েছে তা বলাও ঠিক হবে না। গ্রেফতার হচ্ছেন বলিউডের নামকরা তারকারা পরে তাঁদের ছেড়ে দেওয়াও হচ্ছে। তবে সাম্প্রতিক কালে, এনসিবি বলিউড সেলিব্রিটি এবং তাঁদের সহকারীদের থেকে উদ্ধার হওয়া মোট ৮৫টি গ্যাজেটের ডেটা এক্সট্র্যাকশনের ব্যবস্থা করছে। (Data Extraction)
আরও পড়ুন জিমে ওয়ার্কআউটের মাঝে তুমুল নাচ সারা আলি খানের: দেখুন ভিডিও
এক প্রতিবেদন সূত্রে যা খবর, রিয়া চক্রবর্তী (Rhea Chakranorty) , তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, সারা আলি খান (Sara ali Khan), অর্জুন রামপাল, শ্রদ্ধা কাপুর (Shraddha kapoor), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং তাঁদের সহযোগীদের মোট ৮৫ গ্যাজেট গান্ধী নগরে ডিরেক্টোরেট অফ ফরেনসিক সায়েন্সেস (ডিএফএস) পাঠানো হয়েছে। ঘনিষ্ঠ এক সূত্র জানায় যে, গুজরাটের ফরেন্সিক দফতর আপাতত ৩০ টি ফোনের উদ্ধার হওয়া যাবতীয় তথ্য এনসিবির কাছে পাঠানো হয়েছে। ডেটা যা এনসিবির হাতে পোঁছেছে তার মধ্যে রয়েছে ডিলিট হওয়া ভয়েস ক্লিপস, ভিডিও ক্লিপস, চ্যাট মেসেজ এবং যে সব ফোন নম্বর থেকে এগুলো পাঠানো হয়েছে। সূত্রের খবর, এনসিবির তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হওয়া মোট ২৫টি মাদকের স্যাম্পেলও পাঠানো হয়েছে গুজরাট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। ফরেনসিক মাদকের গুণমান পরীক্ষা করবে।
৮৫টি গ্যাজেটের মধ্যে রয়েছে ১-২ল্যাপটপ, ট্যাবলেট এবং পেন ড্রাইভ। ডিরোক্টেরেট অফ ফরেনসিক সায়েন্সেসেকে (ডিএফএস) এনসিবি র পক্ষ থেকে জানানো হয় যে মাদকসেবনকারীদের কাছে পোঁছতে ফরওয়ার্ড করা মেসেজ এবং ফোন কল ভীষণভাবে সাহায্য করবে।