রেমালের তাণ্ডবে নাজেহাল শহরবাসী। কেবল কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গই রেমাল দাপটে তটস্থ হয়ে আছে। ধীরে-ধীরে নিজের গতিবেগ বাড়িয়েছে দামাল ‘বালক’। অনেকের অনেক কাজ পণ্ড করে দিয়েছে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মনটাও খারাপ করে দিয়েছে। রবিবার রাতে তীব্র বর্ষণ এবং ঝড়ের কারণে অনেকেরই বাড়ি ফিরতে অসুবিধা হয়েছে। রাস্তা-ঘাট শুনশান ছিল। গাড়িঘোড়া অচল হয়ে পড়ে। প্রবল বর্ষণে কলকাতা বিমানবন্দর থেকে ওড়েনি বিমান। শনিবার রাত থেকে কমানো হচ্ছিল বিমান। রবিবার সকাল একটিও বিমানগুলো ডানা মেলেনি। ফ্লাইট ক্যানসেল হওয়ায় মন খারাপ হয়ে পড়ে টলিউডের কুইন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
TV9 বাংলাকে ঋতুপর্ণার টিমের তরফ থেকে জানানো হয়েছে, “ঋতুপর্ণার খুবই মন খারাপ। রবিবার (২৬ মে, ২০২৪) রাতে সিঙ্গাপুর থেকে ফিরে কাল রাতে ইউএসএ যাওয়ার কথা ছিল। দুপুর ১২টা থেকে কাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা এয়ারপোর্ট বন্ধ। তাই তাঁর সব প্রোগগ্রাম ঘেঁটে গিয়েছে।”
বাংলা সিনেমা জগতের দশভূজা ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি অনন্যা। একদিকে সিনেমার কাজ। অন্যদিকে প্রযোজনার কাজ। সংসার। সব কিছু একসঙ্গে সামাল দেন এই তারকা। কিছুদিন আগেই এক হাঁটু জলে পা ডুবিয়ে ‘ম্যাডাম সেনগুপ্ত’র শুটিং করেছেন ঋতুপর্ণা। তারপর ফের এই বর্ষণ এবং ঝোড়ো হাওয়া বেগ দিতে শুরু করেছে অভিনেত্রীকে।
জুন মাসেই মুক্তি পাবে ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি ‘অযোগ্য’। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটি তাঁর এবং প্রসেনজিতের জুটি হিসেবে ৫০তম ছবি। ছবিকে কেন্দ্র করে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রীর বিশ্বাস, ‘অযোগ্য’ দারুণ সাড়া ফেলবে দর্শকের মনে।
*প্রতিবেদনটি লেখার সময় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতায় ছিলেন না। অনিচ্ছাকৃত ভুলের জন্য TV9 বাংলা অনুতপ্ত।*