রেডিওর চাকরি ছাড়তে হল সোমককে, কোন বাধ্যবাধকতায়? মুখ খুললেন নিজেই
মিষ্টি গলায় শহর কলকাতাকে শুভ সকাল আর জানাবে সে। বরং আরজে, অভিনেতা, ইভেন্ট ম্যানেজার সোহম এবার নতুন পথে চলবেন। কিন্তু তাঁর আগেই শিক্ষক দিবসে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন সোমক।

সকাল সকাল আর রেডিও খুললে শোনা যাবে জনপ্রিয় রেডিও জকি সোমক ওরফে সোমক ঘোষের কণ্ঠ। মিষ্টি গলায় শহর কলকাতাকে শুভ সকাল আর জানাবে সে। বরং আরজে, অভিনেতা, ইভেন্ট ম্যানেজার সোহম এবার নতুন পথে চলবেন। কিন্তু তাঁর আগেই শিক্ষক দিবসে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন সোমক। ছেড়ে দিলেন 104.8 এফএম অর্থাৎ ইশক এফএমের চাকরি। কেননা, মালিক বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে তাঁর সাধের স্টুডিও, তাঁর প্রিয় ক্রিয়েটিভ টিম। পুরোপুরি বদলের আগেই ‘ইশক এফএম’ থেকে চিরদিনের মতো বিদায় দেওয়াকেই সঠিক সিদ্ধান্ত হিসেবে মেনে নিলেন সোমক।
তা হঠাৎ কী ঘটল?
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করে সোমক জানিয়েছেন, কেন তিনি রেডিও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর নেপথ্যে রয়েছে মালিকানা বদলের গল্প। সোমক ইশক এফএমের মালিকানা বদলের কথা শোনা যাচ্ছিল। সম্প্রতি সেই রদবদলে নতুন মালিক শুরুতেই কোম্পানির লাভ-ক্ষতিকেই গুরুত্ব দিচ্ছেন। আর সেই কারণে তাঁদের প্রথম কোপ এখন যে ক্রিয়েটিভ টিম কাজ করছে, তার উপর। নতুন মালিকের সেই সিদ্ধান্তকে মাথায় রেখেই, সোমক রেডিও ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। গত ৫ সেপ্টেম্বর ছিল ইশক এফএমে সোমকের শেষ দিন। শেষ শো।
এই ভিডিয়োতে সোমক জানিয়েছেন, শিক্ষক দিবসকেই বেছে নিলাম। কারণ জীবনের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। সামনে কী আছে, তা এখন পর্যন্ত আমি জানি না। আশা করছি, অন্ধকার সুড়ঙ্গের ওপারে আলোর দিশা দেখতে পাব। আশা তো সেটাই রয়েছে।
View this post on Instagram
এর আগে সোমক ছিলেন ‘রেডিও মির্চি’তে। তারপর ২০২৩ সাল থেকে ‘ইশক এফএমে’র সকালবেলার সঞ্চালনা করতেন। দুবছর আগে জনপ্রিয় বেতার সঞ্চালক মীর আফসার আলিও আচমকা রেডিওর যাত্রায় ইতি টেনেছিলেন। তবে মীরের সেই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ ছিল, তা তিনি স্পষ্ট করেননি। মীর এখন ইউটিউবের সাহায্যে ফের ফিরে পেয়েছেন তাঁর কণ্ঠের জগত। তবে সোমক ভবিষ্যতে কী করবেন, তা কিন্তু এখনও জানা যায়নি।
