বলিউডের অন্দরমহলে অশান্তি? শাহরুখের সঙ্গে বচসায় কোন পরিচালক

Jan 22, 2024 | 6:40 PM

Shah Rukh Khan Controversy: তবে কেন 'দিলওয়ালে' ছবির পর তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা গেল না? এই জুটির 'চেন্নাই এক্সপ্রেস' ব্যপকহারে জনপ্রিয় হয়েছিল। বক্স অফিসে ভাল ফলও করেছিল। তারপরই তাঁরা জুটি বেঁধেছিলেন 'দিলওয়ালে' ছবিতে। তবে সেই ছবি চেন্নাই এক্সপ্রেসের মত ভাল ফল করেনি।

বলিউডের অন্দরমহলে অশান্তি? শাহরুখের সঙ্গে বচসায় কোন পরিচালক

Follow Us

শাহরুখ খান। পর্দায় তিনি থাকা মানেই এক বাক্যে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে ছবি তিনিই একা টেনে নিয়ে যাবেন। এখনও পর্যন্ত বলিউডের অন্দরমহলে অভিনেতার রাজত্ব বর্তমান। অভিনেতার নামেই বেশ কিছু ছবি দর্শক দরবারে পরিচিতি পায়। যেমন শাহরুখ খানের ছবি, সলমন খান কিংবা অক্ষয় কুমারের ছবি। যা নিয়ে একশ্রেণি প্রতিবাদেও সোচ্চার হয়েছিলেন। প্রতিবাদ করতে দেখা গিয়েছিল বিদ্যা বালানকে। তবে কী এমন ঘটল যার জন্য রীতিমত আলোচনার কেন্দ্রে জায়গা করে নিলেন রোহিত শেট্টি ও শাহরুখ খান? পরিচালক অভিনেতার মাঝে বচসার খবর নতুন নয়। বহু ছবি থাকে, যা ভাল বক্স অফিস ফলাফল করা বা না করার ওপর অনেককিছু নির্ভর করে। শাহরুখ খান ও রোহিত শেট্টির সমীকরণটা যদিও উল্টো।

তবে কেন দিলওয়ালে ছবির পর তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা গেল না? এই জুটির চেন্নাই এক্সপ্রেস ব্যপকহারে জনপ্রিয় হয়েছিল। বক্স অফিসে ভাল ফলও করেছিল। তারপরই তাঁরা জুটি বেঁধেছিলেন দিলওয়ালে ছবিতে। তবে সেই ছবি চেন্নাই এক্সপ্রেসের মত ভাল ফল করেনি। হিট হয়েছিল ঠিকই। এরপরই যোনা যায় ছবি হিট না করার কারণেই নাকি এই জুটির মাঝে দূরত্ব বেড়েছে। এরই মাঝে রোহিত শেট্টির এক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। যেখানে তাঁকে বহলতে শোনা যায় চেন্নাই এক্সপ্রেস দীপিকা পাড়ুকোনের ছবি।

যদিও তিনি এই বাক্যের মাধ্যমে খাটো করতে চাননি শাহরুখ খানকে। তবে কোথাও গিয়ে যেন এমনই ইঙ্গিত করেছিলেন দর্শকেরা। ভেবেছিলেন তিনি বোধহয় শাহরুখ খানকে ছোট করতে চাইছেন। তবে এমনটা যে নয়, অবশেষে তা স্পষ্ট করে দিলেন রোহিত শেট্টি। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিলেন, তাঁদের মধ্যে কোনও দূরত্ব তৈরি হয়নি। তবে একটা ভাল কাজের জন্য প্রয়োজন ভাল চিত্রনাট্য। তেমন গল্প পেলে কেন তাঁরা কাজ করবেন না? যতদিন না তেমন কোনও গল্প পাচ্ছেন, দর্শকদের ততদিন অপেক্ষা করতেই হবে।