এতদিনের এক সুদীর্ঘ শুটিং জার্নি। ভীষণ খেটেছেন পরিচালক রোহিত শেট্টি এবং তাঁর দল। এবং শেষমেশ ফাইনাল শিডিউল শেষ করলেন রোহিত। ফিল্মে অভিনয় করছেন রণবীর সিং, পুজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। রোহিত তাঁর ইনস্টা হ্যান্ডেলে শুটিংয়ের বিহাইন্ড দ্য সিনস-এর ছবি পোস্ট করলেন। ছবিতে তিনি একা নন, রয়েছেন রণবীর সিংও। ব্ল্যাক ফর্ম্যাল পরে রয়েছেন রণবীর। আর তাঁর মুখের উপর পড়ছে স্পটলাইট।
আরও পড়ুন বাবার অভিনীত গানের কথা উঠতেই সারার মুখ থেকে বেরল ‘ইয়াক’!
আটচল্লিশ বছর বয়সী ফিল্মমেকার ক্যাপশনে লেখেন, ‘এই অবধি একটা দারুণ যাত্রা! এবং এখন…ফাইনাল কাউন্টডাউন শুরু! ‘সার্কাস’-এর ফাইনাল শিডিউলের দিকে এগচ্ছি।’
ফিল্মের নায়ক রণবীরও এই পোস্টটি নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেন, এবং কয়েক মিনিটে লক্ষাধিক লাইকস ছাড়িয়ে যায়। রণবীর-রোহিত ‘সার্কাস’ ছবির কাজ করছেন। শেক্সপিয়রের ‘কমেডি অফ এরস’- এর অনুপ্রেরণায় গুলজার বানিয়েছিলেন ‘আঙুর’। রোহিত শেট্টিও শেক্সপিয়রের মূল ড্রামাকে মাথায় রেখেই স্ক্রিপ্ট লিখেছেন। অনেক দিন আগেই নাকি ছবিটি বানাতে চেয়েছিলেন রোহিত। না না কারণে করা হয়ে উঠছিল না।প্রথমে নাকি মূল চরিত্রে শাহরুখ খানের কথা ভেবেছিলেন পরিচালক, তবে এখন রণবীর সিংকে নিয়ে বেশ খুশি রোহিত!
শোনা যাচ্ছে একটি ‘ক্যামিও’ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। একটি নাচের দৃশ্যে তাঁকে দেখা যাবে। তবে এই ছবিতে দীপিকা কোনভাবেই ‘আইটেম গার্ল’ নয়। নাচের দৃশ্য ছাড়াও টুকরো টুকরো কয়েকটি দৃশ্যেও তাঁকে দেখা যাবে। শোনা যাচ্ছে তিনদিন শুটিংও করে ফেলেছেন দীপিকা।