বছর শুরু হতেই খবরের শিরোনামে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সর্বত্রই দেবের হাত ধরে পৌঁছে যাচ্ছেন ছবির প্রচারে। কখনও প্রসঙ্গ খাদান, কখনও আবার প্রসঙ্গ বিনোদিনী। একটা সময় দেবের হাত ধরেই টলিপাড়ায় পা রেখেছিলেন রুক্মিণী। তারপর থেকেই এই জুটি বাংলা ছবির জগতে সকলের মন কাড়ে। তবে একটা সময় দেব-রুক্মিণী জুটি ছাপিয়ে বলিউডে পা রাখেন নায়িকা। এবার তিনি আরও পরিণত। নটী বিনোদিনীর হাত ধরে এবার অন্য লুকে ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি।
মুক্তি পেল ছবির দ্বিতীয় গান। যেখানে ওমের বিপরীতে রুক্মিণীকে দেখা গেল এক রোম্যান্টিক মুডে। রবীন্দ্রসঙ্গীতের দু’কলি নিয়ে তৈরি গান। ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’ দিয়ে শুরু গান। ‘আজি বরষারও রাতে’, অন্বেষা দত্তগুপ্তর কণ্ঠে এই গান মুক্তি পেতেই সকলের মন জয় করেছেন। পাশাপাশি নজর কেড়েছে গানের সেট থেকে রুক্মিণীর লুক।
ওমের সঙ্গে পর্দায় রসায়ণে ঝড় তুললেন তিনি। ওম এই গল্পের কুমার বাহাদূর। রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ও সাহানি। এটি ছবির দ্বিতীয় গান। এর আগে কানহা গানে নাচে নজর কেড়েছেন রুক্মিণী। পাশাপাশি শ্রেয়া ঘোষালের কণ্ঠস্বর সকলের মন জয় করে নিয়েছে।
বছর শুরু হতেই খবরের শিরোনামে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সর্বত্রই দেবের হাত ধরে পৌঁছে যাচ্ছেন ছবির প্রচারে। কখনও প্রসঙ্গ খাদান, কখনও আবার প্রসঙ্গ বিনোদিনী। একটা সময় দেবের হাত ধরেই টলিপাড়ায় পা রেখেছিলেন রুক্মিণী। তারপর থেকেই এই জুটি বাংলা ছবির জগতে সকলের মন কাড়ে। তবে একটা সময় দেব-রুক্মিণী জুটি ছাপিয়ে বলিউডে পা রাখেন নায়িকা। এবার তিনি আরও পরিণত। নটী বিনোদিনীর হাত ধরে এবার অন্য লুকে ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি।
মুক্তি পেল ছবির দ্বিতীয় গান। যেখানে ওমের বিপরীতে রুক্মিণীকে দেখা গেল এক রোম্যান্টিক মুডে। রবীন্দ্রসঙ্গীতের দু’কলি নিয়ে তৈরি গান। ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’ দিয়ে শুরু গান। ‘আজি বরষারও রাতে’, অন্বেষা দত্তগুপ্তর কণ্ঠে এই গান মুক্তি পেতেই সকলের মন জয় করেছেন। পাশাপাশি নজর কেড়েছে গানের সেট থেকে রুক্মিণীর লুক।
ওমের সঙ্গে পর্দায় রসায়ণে ঝড় তুললেন তিনি। ওম এই গল্পের কুমার বাহাদূর। রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ও সাহানি। এটি ছবির দ্বিতীয় গান। এর আগে কানহা গানে নাচে নজর কেড়েছেন রুক্মিণী। পাশাপাশি শ্রেয়া ঘোষালের কণ্ঠস্বর সকলের মন জয় করে নিয়েছে।