রুক্মিণীর সাবধানবাণী। অনুরাগীদের বারণ করলেন বাইরে এমনটা করলেও বাড়িতে মোটেও এই কাজ না করতে। সামনে যদি মা থাকে তো কথাই নেই। এই কাজ করলে ‘একটা মারও মাটিতে পড়বে না’। কী কাজ?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ছবিতে দেখা যাচ্ছে, থালায় সাজানো খাবার। এক হাতে কাঁটা চামচ ধরে থাকলেও অন্য হাত দিয়ে অবিরাম ফোন ঘেঁটে চলেছেন তিনি। খাওয়ার দিকে কোনও হুঁশই নেই। সেই ছবিই পোস্ট করে রুক্মিণী লিখেছেন, “বাড়িতে এমনটা কিন্তু মোটেও করবেন না। না হলে যে গতিতে আপনি পরের পোস্ট সোয়াইপ করছেন তার চেয়েও দ্রুত গতিতে মায়ের কড়াইয়ের বাড়ি এসে পড়বে সোজা আপনার মাথায়”। ঠিকই তো! খেতে খেতে ফোন! মায়েদের কাছে যে এক ‘ঘোর অন্যায়’।
রুক্মিণীর সঙ্গে নিজেদের রিলেট করতে পেরেছেন তাঁর অগণিত ভক্তকুল। একজন তো লিখেই ফেলেছেন, ” আমার সঙ্গে তো বাড়িতে হামেশাই এমনটা হয়।” রুক্মিণীর প্রতি আর এক জনের বক্তব্য, “আপনার মা’ও কি ফোন ঘাঁটতে দেখলে এমনটা করেন নাকি!” করতেই পারেন। সেলেব হন বা আম জনতা… ‘মা’ তো মা’-ই হন।
রুক্মিণীকে শেষ দেখা গিয়েছে আবিরের চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ছবিতে। ছবির নাম ‘সুইৎজারল্যান্ড’। লকডাউনের পর মুক্তি পাওয়া সেই ছবি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছিল।