কোভিড ফাঁড়া রুক্মিণীরও, ভর্তি ছিলেন হাসপাতালে

বিহঙ্গী বিশ্বাস | Edited By: সুমন মহাপাত্র

Apr 03, 2021 | 11:06 PM

এই মুহূর্তে নিজের প্রথম বলি প্রজেক্টের জন্য মুম্বইতেই রুক্মিণী। ছবির নাম ‘সনক’। ডেবিউ ছবিতে বিদ্যুৎ জামালের সঙ্গে ফ্রেম শেয়ার করবেন রুক্মিণী। এর আগে তিনি জানিয়েছিলেন, বলিউড ডেবিউ বলে এ ছবি আলাদা কিছু নয়।

কোভিড ফাঁড়া রুক্মিণীরও, ভর্তি ছিলেন হাসপাতালে
রুক্মিণী মৈত্র।

Follow Us

করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসার পর অবশেষে সুস্থ তিনি। শনিবার রাতে সে কথা জানিয়ে ইনস্টাগ্রামে লিখিত বিবৃতি দেন অভিনেত্রী।

রুক্মিণী জানান, ২১ দিন আগে কোভিড রিপোর্ট পজেটিভ আসে তাঁর। তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালে। যদিও তাঁর মায়ের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। রুক্মিণী আরও জানান, এত দিন শারীরিক অসুস্থতার কারণেই তিনি কোনও প্রেস বিজ্ঞপ্তি দিতে পারেননি। তবে ১৪ দিন নিভৃতবাসে থাকার পর আপাতত ইতিমধ্যেই তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি আরও জানান কিছু দিনের মধ্যেই কাজও শুরু করতে চলেছেন তিনি।

এই মুহূর্তে নিজের প্রথম বলি প্রজেক্টের জন্য মুম্বইতেই রুক্মিণী। ছবির নাম ‘সনক’। ডেবিউ ছবিতে বিদ্যুৎ জামালের সঙ্গে ফ্রেম শেয়ার করবেন রুক্মিণী। এর আগে তিনি জানিয়েছিলেন, বলিউড ডেবিউ বলে এ ছবি আলাদা কিছু নয়। তাঁর কাছে ছবির গল্পই আসল। ফলে যেখানে ভাল গল্প পাবেন, তিনি কাজ করতে আগ্রহী। আপাতত পুরোপুরি সুস্থ হয়ে রুক্মিণীর শুটিং ফ্লোরে ফেরার অপেক্ষায় ভক্তরা।

 

 

Next Article