ফেলে আসা দিনের এক টুকরো ছবি। নববর্ষেই সেই ছবি তোলা কিনা জানা নেই, তবে ছবির ছত্রে ছত্রে ঝরে পড়ছে ভরপুর বাঙালিয়ানা। মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরের এমনই এক ছবি শেয়ার করলেন মেয়ে সাবা আলি খান।
শর্মিলা পরেছেন লাল টিপ, চোখে পুরু কাজল আর কানে ঝুমকো, সঙ্গে আবার লাল ব্লাউজ আর সোনালি জরির কাজ করা শাড়ি আর মনসুর পরেছেন তসরের অফ হোয়াইট পাঞ্জাবি–শুধু অমিতাভ বচ্চনই নন, তিনিও যে বাংলার ‘জামাইবাবু’ সে কথাই যে আরও একবার মনে করিয়ে দেয় ওই ছবি। সাবা লিখেছেন, “রামদান মুবারক এবং শুভ নববর্ষ সবাইকে”। এক অবাঙালি নেটিজেন সাবার ‘শুভ নববর্ষ’ কথার মানে বুঝতে পারেননি। তাঁকে দায়িত্ব নিয়ে বুঝিয়েওছেন সাবা। কমেন্টে লিখেছেন, “বেঙ্গলি নিউ ইয়ার”। তা দেখে অন্য এক ব্যক্তির কৌতূহল ভরা প্রশ্ন সাবাকে। “ম্যাডাম আপনি বাংলা জানেন?” সাবার উত্তর, “অল্প অল্প”।
বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছিলেন শর্মিলা ঠাকুর। তবে পতৌদি পরিবারের অন্দরে তাঁর মাটির প্রতি টান যে কমেনি এতটুকু- এ ছবি যেন সে কথাই জানান দিচ্ছে। মাঝে মধ্যেই বাবা-মায়ের পুরনো ছবি শেয়ার করেন সাবা। শুধু ছবি নয়, শেয়ার করেন ছবির পোস্টারও। পতৌদি প্যালেসের আভিজাত্য, মুম্বইয়ের ঝলমলে জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে সাবা বেছে নেন, মায়ের অভিনীত ‘দেবী’ ছবির পোস্টার। আবার কখনও বা তাঁর ইনস্টাগ্রামে শোভা পায় ‘আব্বা’র বাইশ গজের ছবি।