কেমন আছেন ঐন্দ্রিলা? ছবি শেয়ার করে জানালেন সব্যসাচী

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 28, 2021 | 8:59 AM

এখন কেমন আছেন ঐন্দ্রিলা? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সব্যসাচী। যেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও মলিন হয়নি হাসি। পাশেই রয়েছেন সব্যসাচী।

কেমন আছেন ঐন্দ্রিলা? ছবি শেয়ার করে জানালেন সব্যসাচী
পাশে রয়েছে সব্যসাচী।

Follow Us

ক্যানসারের চিকিৎসা করাতে এই মুহূর্তে দিল্লির এক হাসপাতালে ভর্তি রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরি (Sabyasachi Chowdhury)। ঐন্দ্রিলা এবং সব্যসাচীর প্রেমের সম্পর্কের খবর টেলি মহলের অনেকেই জানেন। এই কঠিন সময় প্রেমিকার পাশে রয়েছেন সব্যসাচী।

এখন কেমন আছেন ঐন্দ্রিলা? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সব্যসাচী। যেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও মলিন হয়নি হাসি। পাশেই রয়েছেন সব্যসাচী।

এই ছবি শেয়ার করে সব্যসাচী লেখেন, ‘আমার দেখা সবচেয়ে শক্তিশালী মহিলা ঐন্দ্রিলা…। আলো তোমাকে বাড়ির পথ দেখাবে… আমি তোমাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব…।’ এই পোস্টে ইন্ডাস্ট্রির বহু মানুষ ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করেছেন। দুঃসময় কেটে যাবে বলে ভরসা দিয়েছেন সকলে।

With the strongest lady I have ever met.. Aindrila Sharma

“Lights will guide you home
And will ignite your bones
And I will try to fix you”.. ?

Posted by Sabyasachi Chowdhury on Saturday, February 27, 2021

 

‘জিয়নকাঠি’র সৌজন্যে প্রতিদিন টেলিভিশনে ঐন্দ্রিলাকে দেখেন দর্শক। তাঁর এই অসুস্থতার খবরে উদ্বিগ্ন সকলেই। ঘাড়ের ব্যথায় কিছুদিন ধরেই কাবু ছিলেন অভিনেত্রী। ডাক্তারি পরীক্ষায় ফুসফুসে টিউমার ধরা পড়ে তাঁর। ইনস্টা প্রোফাইল থেকে লাইভে এসে নিজেই এই খবর জানিয়েছিলেন তিনি। লাইভের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে ক্যানসার ধরা পড়েছিল ঐন্দ্রিলার। কেমো-রেডিয়েশনের পর সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। চুটিয়ে করছিলেন অভিনয়ও। ফের অসুস্থ হয়ে পড়াতে আপাতত কাজ থেকে কিছুদিনের বিরতি নিতেই হবে। দ্রুত সুস্থ হয়ে যেন তিনি ফ্লোরে ফিরতে পারেন, আপাতত সেই প্রার্থনাই করছেন অনুরাগীরা।

আরও পড়ুন, টেলিভিশনে তিনি নেই, তাহলে কোন দিকে কেরিয়ার নিয়ে যাচ্ছেন সন্দীপ্তা?

Next Article