পরিবারে নতুন সদস্য আসছে। তার জন্য নতুন বাড়ি বেশ কিছুদিন ধরেই সাজাচ্ছিলেন সইফ আলি খান (saif ali khan) এবং করিনা কাপুর (kareena Kapoor)। অবশেষে ছেলে তৈমুরকে নিয়ে নাকি সেই বাড়িতে গেলেন দম্পতি।
এ বিষয়ে করিনার বাবা অভিনেতা রণধীর কাপুর সাংবাদিকদের বলেন, “ওদের প্রায় সব জিনিসই নতুন বাড়িতে চলে গিয়েছে। কয়েক বছর আগে কেনা হয়েছিল বাড়িটা। ওরাও পাকাপাকি ভাবে ওখানেই থাকবে। কিন্তু করোনা পরিস্থিতি এখনও ভাল নয়। তাই আমি চাই না, আমার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ুক। ফলে সে দিকটা দেখে নিচ্ছে ওরা।”
নতুন বাড়ির দুটো ফ্লোর নিয়ে থাকবেন সইফ-করিনা। লকডাউনের পরে বাড়ির কাজ কতটা এগিয়েছে, তা দেখার জন্য একাধিকবার মুম্বইয়ের ওই ঠিকানায় যেতে দেখা গিয়েছে সইফকে। করিনাও সরেজমিনে দেখে গিয়েছিলেন নতুন আস্তানার সাজ। অবশেষে সেই বাড়িতে পদার্পণ। তা সেলিব্রেট করতেই সোমবার রাতে ঘনিষ্ঠ বন্ধু মালাইকা এবং অমৃতা আরোরার সঙ্গে পার্টি করলেন করিনা। ছিলেন তাঁর দিদি করিশ্মাও।
আরও পড়ুন, মেয়ের কী নাম রাখলেন বিরাট-অনুষ্কা?
জানা গিয়েছে, এই বাড়িতে তৈমুরের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করেছেন দম্পতি। সেই ঘরের ডিজাইনও নাকি চমকে দেওয়ার মতো। দ্বিতীয় সন্তানের জন্যও আলাদা ব্যবস্থা করে রেখেছেন তাঁরা। সইফের পছন্দ অনুযায়ী বাড়িতে রয়েছে বড় লাইব্রেরি। ছোট নার্সারি তৈরি করিয়েছেন বাড়ির মধ্যেই। আর রয়েছে খোলা ছাদ। সেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে চান দম্পতি। ইন্টিরিয়র ডিজাইনাপ দর্শানি শাহ সইফ-করিনার বাড়ি সাজিয়ে দিয়েছেন বলে খবর।
আরও পড়ুন, শাহরুখকে চিত্রনাট্যে সই করাতে ‘মন্নত’-এর সামনে ধরনা অনুরাগীর